সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ফুটওভার ব্রিজের সঠিক ব্যবহার চাই- মামুনুর রশীদ

ফুটওভার ব্রিজের সঠিক ব্যবহার চাই- মামুনুর রশীদ

সীতাকুণ্ড টাইমস ঃঃ

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেক গুরুত্বপূর্ণ সড়ক এই মহাসড়কে ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে মানুষের চলাচলের সুবিধা আর দুর্ঘটনা এড়ানোর জন্য। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তাই গাড়ি চলাচল করে অনেক বেশি,এমন সড়কে মানুষ যাতে সহজে পারাপার হতে পারে সে জন্যই এ উদ্যোগ। সীতাকুণ্ড অংশে একেক জায়গায় একেকভাবে এ ফুটওভার ব্রিজগুলো তৈরি করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, এগুলো দেখভাল করার দায়িত্ব কার? আপাতত দৃষ্টিতে মনে হয় দেখার কেউ নেই। আদৌ মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে কি না, বা যথাযথ জায়গায় নির্মিত হয়েছে কি না সেটা নিয়েও প্রশ্ন আছে। সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফুট অভার ব্রিজটি যেখানে তৈরি করা দরকার সেখানে না করে খানিকটা দূরে এই ব্রিজ হওয়ায় ভাটিয়ারী প্রাইমারী স্কুলের ছাত্র/ ছাত্রী ও পথচারিরা গাড়ি চলাচলের রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হয়। কখনো কখনো এর কারণে দুর্ঘটনায়ও পড়ে। তা হলে কি লাভ হলো এই ফুটওভার ব্রিজ করে? যে ফুট ওভারব্রিজ মানুষের কাজে আসে না। প্রয়োজন মিটে না, সে ফুটওভারব্রিজে সরকারি কোষাগারের টাকা যারা খরচ করেন তাদের শাস্তি দাবী করছি।

মোহাম্মদ মামুনুর রশিদ মামুন
ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *