সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বঙ্গবন্ধুর ৯৪তম জন্ম ও শিশু দিবস পালিত সীতাকুন্ডে

বঙ্গবন্ধুর ৯৪তম জন্ম ও শিশু দিবস পালিত সীতাকুন্ডে

মোঃ জাহদে,১৭র্মাচ(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে অন্যান্য বছরের মত এবারও যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবসও জাতীয় শিশু দিবস ২০১৪ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু সমাবেশ, শোভাযাত্রা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ দিদারুল আলম এমপি। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ্ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মুজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সাইদ মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য,উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য্য, সিনিয়র শিক্ষক উত্তম কুমার, সংগীত পরিচালক শিল্পী মোঃ হাসেম, অরিন্দম চক্রবর্তী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রদীপ ভট্টাচার্য্যরে পরিচালনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে শেষ করা যাবেনা। তিনি শিশুদের খুবই ভাল বাসতেন এবং পছন্দ করতেন। সে কারনেই সারা দেশে প্রতিবছরের মত এবছরও জাতিয় শিশু দিবস পালন করা হচ্ছে। বাংলা ভাষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেছেন। তাই বাঙালী জাতি মাথা উঁচু করে আজ দাঁড়াতে পাড়ছে। দেশ স্বাধীন না হলে তা সম্ভব হতোনা।
অপরদিকে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সীতাকু- উপজেলার উদ্যোগে প্রতিযোগিতা,চিত্রাঙ্গন,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত সীতাকু- আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জাবের আল মাহমুদ’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম শিশুদের উদ্দেশ্য বলেন,তোমরা জাতির ভবিষ্যত,বঙ্গবন্ধুর আদর্শকে মাথায় রেখে তোমাদেরকে সামনের দিকে এগুতে হবে। বিশেষ অতিথি ছিলেন সীতাকু- পৌরসভার প্যানেল মেয়র জুলফিকার আলী মাসুদ শামীম,কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এজেএম হোসেন লিটন,মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম,সীতাকু- আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন এমপি দিদারুল আলম এবং চিত্রাঙ্গনের পুরস্কার বিতরণে মাধ্যামে অনুষ্ঠান শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *