সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বাঁশবাড়িয়া থেকে অপহৃত ব্যবসায়ী সীতাকুন্ড সদর থেকে উদ্ধার, আটক ১

বাঁশবাড়িয়া থেকে অপহৃত ব্যবসায়ী সীতাকুন্ড সদর থেকে উদ্ধার, আটক ১

Sitakund opharn photo 18মোঃ জাহেদ,১৮মে (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকু-ে অপহরনের ৫ দিন পর অপহৃত ফার্নিচার ব্যবসায়ী সাইফুল ইসলাম(২৩) কে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শেখপাড়া এলাকার কসাইখানার পাশ থেকে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ (২৫) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।
অপহৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,গত ৫ দিন আগে সীতাকু-ের বাঁশবাড়ীয়া ইউনিয়নের কোট্টাবাজার এলাকার ফার্নিচার ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামকে বিয়ের ফার্নিচারের অর্ডারের কথা বলে টেক্সি করে উপজেলার জোড়ামতল এলাকায় নিয়ে যাওয়ার নাম করে অপহরন করা হয়। অপহরনের পর পরেই অপহৃত ব্যবসায়ীর দোকানের ষ্টাপ কালামের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে অপহরনকারীরা। মুক্তিপন না পেলে তাকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করেন। অপহরনকারীদের দাবীকৃত মুক্তিপনের ২ লক্ষ টাকার মধ্যে উভয়ের মতের ভিত্তিতে গতকাল(শনিবার) বিকাল সাড়ে ৪ টায় বিকাশে ৫০ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর সাত ঘন্টা পর অপহরনকারীরা অপহৃত ব্যবসায়ীকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী কসাইখানার পাশে ফেলে দিয়ে যায়।
অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ‘অপহরনকারীরা তাকে বিয়ের ফার্নিচারের অর্ডারের নাম করে কালো কাপরে চোখ বেঁধে মাইক্রো বাসে তুলে অন্ধকারাছন্ন একটি কক্ষে নিয়ে যায়। গতকাল টাকা পাওয়ার পর আমাকে কালো কাপড়ে চোখ বেঁধে পূনরায় মাইক্রোবাসে তুলে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে যায়।’
সীতাকু- থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বলেন, ‘অপহৃত ব্যবসায়ী সাইফুলের পরিবার থানায় ডায়েরী করার পর তার পরিবারের বক্তব্য অনুযায়ী অভিযান চালিয়ে অপহরনে জড়িত সন্দেহে গত শুক্রবার উপজেলার ছোট কুমিরা কাজী পাড়া এলাকা থেকে মাসুদকে আটক করে। মাসুদকে আটকের একদিন পর অপহরনকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপনে অপহৃত ব্যবসায়ীকে মহাসড়কের পাশ্ববর্তী কসাইখানার পাশে ফেলে দেয়। স্থানীয়
মেম্বার বিষয়টি অবহিত করার পর তিনি ঘটনাস্থল থেকে আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। বর্তমানে জবান বন্দি নিতে অপহৃত ব্যবসায়ী থানা হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *