সংবাদ শিরোনাম
Home / বিনোদন / বার আউলিয়ায় বিশাল অজগর বসত ঘরে

বার আউলিয়ায় বিশাল অজগর বসত ঘরে

ajgar picনিজস্ব প্রতিবেদক,২১আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
বার আউলিয়ায় বন ছেড়ে বসত ঘরে আশ্রয় নিয়েছে বিশাল অজগর। স্থানীয়রা ভয় পেলেও সাহস করে আটক করে প্রশাসনকে খবর দেয়। বনবিভাগের সহায়তায় অবশেষে জনতার আদালত থেকে মুক্ত হয়ে ফিরে গেল আবার নিজ বাসস্থান বনে। স্থানীয়রা জানায় বারাউলিয়ার মাজারের পাশে ইউসুফএর ঘরে অজগরটি দেখে জনতা আটক করে। ইউসুফ জানায়, প্রায় ১২ হাত লম্বা অজগরটি তার বসত ঘরের ভিতর মুরগীর আড়াইলে আশ্রয় নেয়। কখন যে এখানে ডুকেছে না দেখলেও ২১আগষ্ট বিকালে মুরগীর আওয়াজ শুনে মুরগীর আড়াইলে (মুরগীর ঘর) গিয়ে দেখেন বিশাল এক অজগর একটি মুরগী গিলে খাচ্ছে।এরপর বাড়ীর অন্যান্য লোকজন এসে অজগরটিকে আটক করে উঠানে রাখলে উৎসুক এলাকাবাসী অজগরটিকে দেখতে আসে এবং এসময় স্থানীয়রা দাবী করে কয়েকদিনে অজগরটি ছাগলের বাচ্চা, মুরগী, হাঁস খেয়েছে। পরে ইউএনও মুহম্মদ শাহীন ইমরান এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি অবহিত করলে তিনি বন বিভাগের কর্মকর্তাদেরকে সাথে নিয়ে অজগরটি উদ্ধার করে পাহাড়ে ছেড়ে দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *