সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বাড়বকুণ্ডে গভীর রাতে রোগীর গাড়িতে ডাকাতিঃ

বাড়বকুণ্ডে গভীর রাতে রোগীর গাড়িতে ডাকাতিঃ

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডে রোগীবাহি একটি এ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বশস্ত্র ডকাতদল এ সময় রোগীর সাথে থাকা স্বজনদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলংকার ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার বাড়বকুণ্ডে মান্দারিটোলা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বড়দারোগাহাটের এক প্রবাসির স্ত্রী দিলদার আক্তার (৪৫) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড স্বাস্থ্যকমপ্লেক্সে রাত তিনটার সময় ভর্তি হয়। এসময় রুগির অবস্থা অবণতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেপার করে। রুগির স্বজনরা তখন স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স নিয়ে চমেকের উদ্যেশ্যে যাত্রা করে। এ্যাম্বুলেন্সটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড মান্দারিটোলা ব্রিজ অতিক্রকালে ডাকাতদের কবলে পড়ে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে রুগির সাথে থাকা তার মেয়ের ২টি (একভরি ওজনের) কানের দুল ও মোবাইল, রুগির জামাতা ও এক স্বজনস এবং এ্যাম্বুলেন্স চালকের মোবাইলসহ ৫টি মোবাইল, নগদ ৩৬ হাজার টাকা সহ আনুমানিক দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হঠাৎ ডাকাতের কবলে পড়ে বর্সস্ব হারিয়ে রুগিকে নিয়ে তার স্বজনেরা দারুন বিপাকে পড়ে যান। এ সময় রাস্তার কোন টহল পুলিশকেও দেখা যায়নি।
পুলিশ এ বিষয়ে কিছুই জানেনা বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *