সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / মুরাদপুরে বিএনপির ত্রান বিতরণ

মুরাদপুরে বিএনপির ত্রান বিতরণ

কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন-মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র অাহবায়ক কারান্তরীন চট্টগ্রামের জনপ্রিয় নেতা অালহাজ্ব অধ্যাপক লায়ন অাসলাম চৌধুরীর নির্দেশে বর্তমান দেশে করোনা দূর্যোগে ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করেন সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি সহ প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। অাজ দুপুর ১২ টায় সীতাকুণ্ড মুন স্টার কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের উপস্থিতিতে উপজেলার মুরাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনেরর নেতৃবৃন্দরা ৯ টি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরন করেন। উপজেলা বিএনপি’র যুগ্ন-অাহবায়ক জহুরুল অালম জহুর জানিয়েছে, পর্যায়ক্রমে সীতাকুণ্ড উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে নেতৃবৃন্দরা তাদের ইউনিয়নে ত্রাণ সামগ্রী করবে। তিনি অারো বলেন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী সুজা, কামাল চেয়ারম্যান, অানোয়ার চেয়ারম্যান সহ বিএনপি’র অনেক নেতৃবৃন্দরা ব্যক্তিগতভাবে এলাকায় ত্রাণ সামগ্রী বিতরন করে যাচ্ছেন। উল্লেখ্য সীতাকুণ্ড উপজেলা যুবদলের পক্ষ থেকেও প্রত্যেকটি ইউনিয়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী ও সাধারন সম্পাদক শাহাব উদ্দীন রাজু জানিয়েছে। ইতিপূর্বেও কারান্তরীন এ নেতার নির্দেশে সীতাকুণ্ড উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা কক্সবাজারেরর টেকনাফ এলাকায় রোহিঙ্গাদের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরন করেছিলেন। চট্টগ্রামের অাকবর শাহ এলাকায় পাহাড় ধসের ঘটনায় ও এ নেতা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছিলেন। এলাকার সর্বমহলে অালোচনা চলছে, অধ্যাপক লায়ন অাসলাম চৌধুরীর(এফসিএ) কারাগারে অাটক না থাকলে অাজকে দেশের করোনা দূর্যোগে তিনি অবশ্যই এলাকার জনসাধারণেরর পাশে দাঁড়াতেন এবং বহু মানুষ তাঁর মাধ্যমে উপকৃত হইত। নেতৃবৃন্দরা বলেন, পবিত্র রমজানে চট্টগ্রাম সহ তাঁর নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলের মজলুম নেতাকর্মীরা দোহাত তোলে মহান অাল্লাহ দরবারে ফরিয়াদ করবেন, মাহে রমজানের বরকতে সীতাকুণ্ডের অহংকার, বিএনপি’র ঈমানদার এ নেতার কারাজীবনের যেন অবসান হয় এবং তিনি অাবারো স্বাভাবিক জীবনে ফিরে অাসতে পারেন। নেতৃবৃন্দরা অারো বলেন, বছরের পর বছর কারান্তরীন এ নেতার মুক্তির দাবীতে অসংখ্য সভা সমাবেশ ও রাজপথে মিটিং মিছিল এবং ঢাকা-চট্টগ্রাম অাদালত এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি প্রমান করে সত্যিকার অর্থে তিনি জনপ্রিয়তার শীর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *