সংবাদ শিরোনাম
Home / জাতীয় / যেভাবে কার্যকর হলো ফাঁসি

যেভাবে কার্যকর হলো ফাঁসি

fashiচট্টগ্রাম অফিস, ২২ নভেম্বর (সীতাকুণ্ড টাইমস): শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে একসঙ্গে ফাঁসির দড়িতে ঝুলেন দুই যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। দেশের ইতিহাসে এই প্রথম একমঞ্চে একই সঙ্গে দুইজনের ফাঁসি কার্যকর করা হলো। এর আগে এই মঞ্চে বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি পৃথক পৃথকভাবে কার্যকর করা হয়েছিল।

সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকর করেন জল্লাদ শাহজাহান ও রাজু। শাহজাহান এর আগে আরও ৩৫টি ফাঁসি কার্যকর করেছেন।

গোয়েন্দা পুলিশ-ডিবির ডেপুটি কমিশনার শেখ নাজমুল আলম জানান, পাশাপাশি একই সঙ্গে তাদের ফাঁসির মঞ্চে উঠানো হয়। এ সময় তারা কোনো রিঅ্যাক্ট করেননি। বিড়বিড় করে সুরা পড়তে পড়তে মঞ্চে উঠে যান এবং রায় কার্যকর করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মালিক মৃধা দুইজনের মৃত্যু নিশ্চিত করেন। পরে তাদের মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়।

রাত সাড়ে ১২টার দিকে তাদের তওবা পড়ান জেলখানা মসজিদের ইমাম মাওলানা মুনির আহমদ।

এর আগে খাবার পরিবেশন করা হয়। খাবারের মেনুতে ছিল মুরগি, সবজি ও ডাল-ভাত। দুইজনই অল্প অল্প খাবার খেয়েছেন বলে কারা সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *