সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে আটককৃত ৫লাখ চিংড়ি পোনা সাগরে অবমুক্ত করলেন ইউএনও

সীতাকুণ্ডে আটককৃত ৫লাখ চিংড়ি পোনা সাগরে অবমুক্ত করলেন ইউএনও

imagesনিজস্ব প্রতিবেদক,২৯সেপ্টেম্বর(সীতাকুণ্ড টাইমস)-
চট্টগ্রাম থেকে খুলনায় অবৈধভাবে চিংড়ি পোনা পাচারকালে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ডে ৫লাখ চিংড়ি পোনাসহ ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃত চিংড়ি পোনাগুলি সাগরে অবমুক্ত করা হয়েছে আর আটককৃতদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভইয়া জানান, অবৈধভাবে আহরণ করা বেশি কিছু চিংড়ি পোনা একটি চক্র চট্টগ্রাম থেকে খুলনায় পাচার করছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে আমরা সীতাকু- পৌরসদরে অবস্থান করে নির্দ্বিষ্ট বাসটি থামিয়ে ছাদ থেকে ৪০টি বড় বড় পাতিল আটক করি। প্রত্যেকটি পাতিলে গলদা ও বাগদা চিংড়ির পোনা থাকায় সেগুলো উদ্ধার করার পাশাপাশি এগুলো বহন করায় বাস চালক হেল্পারসহ ৪ জনকে আটক করি। পরে অবৈধভাবে চিংড়ি মাছ বহন করায় তাদেরকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করে উদ্ধারকৃত প্রায় ৫লাখ চিংড়ি পোনা সাগরে অবমুক্ত করার ব্যবস্থা নিই। অভিযানকালে তার সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজাসহ সীতাকু- থানা পুলিশ উপস্থিত ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *