সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

সীতাকুণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

এম কে মনির, সীতাকুণ্ড টাইমসঃ

সারাদেশের ন্যায় সীতাকুণ্ডেও আজ বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’।১০ ডিসেম্বর বেলা এগারোটায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে ও সেভ দ্যা হিউম্যানিটি এর সহযোগিতায় আয়োজিত এক বর্ণাঢ্যর্্যালী বের করা হয়। এসময় র্্যালীটি সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সীতাকুণ্ড পৌরসদর বাজার প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী।সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি এর সভাপতি ইকবাল হোসেন শিবলু এর সভাপতিত্বে ও সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি সাংবাদিক এম কে মনির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সেভ দ্যা হিউম্যানিটি এর সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ইউসুফ খান,সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি এর সহ সভাপতি সীতাকুণ্ড লায়ন্স ক্লাব এর সেক্রেটারি ইঞ্জিঃ কামরুদ্দোজা, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, মৃণাল কান্তি বিশ্বাস,সেভ দ্যা হিউম্যানিটি এর সাধারণ সম্পাদক প্রিন্সিপল আবুল কাশেম, সীতাকুণ্ড নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবুল কালাম,সেভ দ্যা হিউম্যানিটি এর উপদেষ্টা রফিক মিয়া,সেভ দ্যা হিউম্যানিটির সহ সভানেত্রী শামীমা আক্তার লাভলী,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, সেভ দ্যা হিউম্যানিটি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শিবলী, অর্থ সম্পাদক মোঃ রেজাউল করিম,মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার নিলু,ধর্ম সম্পাদক জাকির হোসেন, সদস্য মোঃ রমজান আলী,ইমতিয়াজ হোসেন,শেখ আলফাজ,জনসেবা কল্যাণে আমরা এর সভাপতি আবু তাহের,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সহ সভাপতি জয়নাল আবেদীন, বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আল হোসাইন আয়াস, সদস্য আজিম উদ্দিন, গরীবের বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মজুমদার শিপন,সাংবাদিক মুসলেহ উদ্দিন,মোবারক হোসেন সোহাগ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সীতাকুণ্ডে যেকোন মানবাধিকার লঙ্ঘন হলে আমরা মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার রয়েছি।আমাদের এই সীতাকুণ্ডে জানা অজানা শত শত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।এসবের অনেক কিছুই আমাদের নজরে আসেনা।আপনারা সকলে আমাদেরকে যেকোন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শুনলে তা সঙ্গে সঙ্গে অবহিত করবেন,আমরা প্রশাসন ও জনপ্রতিনিধিকে সাথে নিয়ে মানবাধিকার লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
এসময় বক্তারা আরো বলেন, আমরা আমাদের মানবাধিকার বিষয়ে সচেতন হতে হবে। আমরা সরকার ও রাস্ট্র থেকে কি কি অধিকার পাবো বা পাওয়ার অধিকার রাখি তা সম্পর্কে অবগত থাকতে হবে। আমরা যদি আমাদের অধিকার কি তাই না জানি তাহলে অধিকার আদায় সম্ভব না।

এসময় বক্তারা সকলকে সামাজিক ও মানবিক কাজে এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *