সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে এমপির লরিতে আগুন ঃ ২২৪জন বিএনপি জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১৪

সীতাকুণ্ডে এমপির লরিতে আগুন ঃ ২২৪জন বিএনপি জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১৪

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় ঢাকামুখি সড়কে সাংসদ দিদারুল আলমের মালিকানাধীন একটি রডবাহি চলন্ত লরিতে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে আগুনে পুড়ে যাওয়া লরির সুপারভাইজার মিনার উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি-জামায়াতের সুনির্দিষ্ট ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ২০০ জনকে আসামী করা হয়েছে।

এদিকে মামলা পরবর্তীতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পেট্রোল বোমা নিক্ষেপসহ অগ্নিসংযোগে জড়িত ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাদের সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার আসামীরা বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।

গ্রেপ্তার আসামিরা হলেন, সীতাকুণ্ডের মধ্যম মহাদেবপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মো.মামুন উদ্দিন (৩৪), সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর এলাকার শাহ আলমের পুত্র মো.হেলাল উদ্দিন (৪৫), বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যমবাশবাড়িয়া এলাকার শাহ আলমের পুত্র মো.শামসুল আলম (৫০), পৌর সদরের মধ্যম মহাদেবপুর (শেখ নগর) এলাকার দুলাল মিয়ার পুত্র মো.আকবর হোসেন ওরফে হোসেন (৩০), মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট উকিলপাড়া এলাকার খোকন চন্দ্র দাশের পুত্র ইমন চন্দ্র দাশ (২০), পৌর সদরের উত্তর মহাদেবপুর এলাকার ইউসুফের পুত্র রবিউল হোসেন সাইমন (২২), একি এলাকার মনিরুজ্জামানের পুত্র নুরুল আবছার শিপন (২১), পৌরসদরের মধ্যম মহাদেবপুর এলাকার আবুল খায়ের এর পুত্র ইমরান হোসেন (২৬),পৌরসদরের শেখপাড়া এলাকার মুদ খায়েরুল্লার পুত্র মো.ওবায়দুল হক (৫৮) পৌরসদরের এয়াকুব নগর এলাকার মৃত ফয়েজ আহাম্মদের পুত্র, মো.নুর সোলাইমান (৫২), সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার মৃত মনির আহাম্মদের পুত্র মো.সিরাজুল ইসলাম (৫৫), সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের দক্ষিন সলিমপুর এলাকার নুরুল ইসলামের পুত্র মো.ইমামুল হক রুবেল (৩০),পৌরসদরের পশ্চিম আমিরাবাদ এলাকার আনোয়ার ইসলাম সওদাগরের পুত্র মো.আব্দুল মোতালেব (৪৬) ও সলিমপুর ইউনিয়নের সমাদার পাড়া এলাকার আলী আজম এর পুত্র মো. সবুজ (৪১)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, অবরোধকালে মহাসড়কের পন্থিছিলা এলাকায় সাংসদ দিদারুল আলমের ব্যবসায়ী প্রতিষ্ঠান দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্স (ডিএবি) এর একটি রডবাহি চলন্ত লরি আবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে যায়।

এতে চালক ও চালকের সহকারী অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় লরির সুপারভাইজার বাদী হয়ে বুধবার রাতে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা পরবর্তীতে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অগ্নিসন্ত্রাসের ঘটনায় জড়িত বিএনপির ১৪ কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *