সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে স্বাস্থ্য বিধি মেনে বিজয় দিবস পালিত

সীতাকুণ্ডে স্বাস্থ্য বিধি মেনে বিজয় দিবস পালিত

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ

সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সীতাকু- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। সীতাকু- উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংক এর সীতাকুণ্ড শাখা ব্যবস্থাপক মানস নন্দির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা: নুরউদ্দিন রাশেদ,সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইন ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মৎস কর্মকর্তা মো: শামীম, সীতাকুণ্ড ক্রীড়া সম্পাদক দিপক ভট্টাচার্য, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, ফায়ার সার্ভিসের লিডার মাঈন উদ্দিন।
এদিকে বেলা ১১টায় সীতাকুণ্ড নব নির্মিত প্রেসক্লাবে দেশের সূর্যসন্তানদের স্মরণে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *