সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রতীক নিয়ে নির্বাচন অফিসের টালবাহানা !

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রতীক নিয়ে নির্বাচন অফিসের টালবাহানা !

জাহেদ চৌধুরী,সীতাকুণ্ড টাইমসঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আসন্ন পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির(স্বতন্ত্র) প্রার্থী জহিরুল ইসলামের প্রার্থীতা মহামান্য হাইকোট বৈধ ঘোষনা করলেও প্রতিক বরাদ্ধ নিয়ে নির্বাচন অফিসের টালবাহানা করার অভিযোগ করেছেন প্রার্থী। বুধবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন। তিনি আরো বলেন,“আমি নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম নেওয়ার পর থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় তুচ্ছ একটি বিষয় দাঁড় করিয়ে আমার মনোনয়ন বাতিল করে। পরে আমি জেলা প্রশাসক(ডিসি)বরাবর আপিল করলে সেখানেও একই ফলাফল হয়। এরপর আমি বিষয়টি নিয়ে মহামান্য হাইকোটের স্বরনাপন্ন হই। দীর্ঘতর আপিল শুনানি শেষে হাইকোটের জে.বি.এম হাসান ও মো.খাইরুল আলমের যৌথ বেঞ্চ মনোনয়নটি বৈধ ঘোষনা করেন এবং অন্য মেয়র প্রার্থীদের মত প্রচারণাসহ যাবতীয় কার্যাদি পরিচালনা করার নির্দেশ প্রদান করেন। কিন্তু দুঃখের বিষয় নির্বাচন অফিস অদৃশ্য কারণে আমার মনোনয়ন বৈধ বললেও প্রতিক দিতে টালবাহানা শুরু করছেন। আমি রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হয়ে যাতে আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
এদিকে এ বিষয়ে জানতে নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদকে ফোন করলে উনি বলেন,“প্রার্থীর বৈধতা ও প্রতিক বরাদ্ধ দিবে জেলা নির্বাচন অফিস। উনি হাইকোট থেকে মনোনয়ন বৈধ হয়েছে মর্মে উকিলের একটি কাগজ আমাকে দিয়েছেন। আসলে আমরা হাইকোটের সাটিফাই কপি ছাড়া প্রতিক বরাদ্ধ দিতে পারি না।” এ সময় নাগরিক কমিটি(স্বতন্ত)প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন ,
বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জসিম উদ্দীন ও আজাদ হোসেনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *