সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড প্রেসক্লাবের মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রেসক্লাবের মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ

সাম্প্রদায়িকতা রুখে দাড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, আমরা সবাই বাঙালি এ ¯েøাগানকে সামনে নিয়ে জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সাম্প্রদায়িক সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় সীতাকুÐ প্রেসক্লাব উদ্যোগে আয়োজিত প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক দাঁঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ্ আল বাকের ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও নারী নেত্রী সুরাইয়া বাকের, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন। সীতাকুÐ প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সীতাকুÐ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ সেকান্দর হোসাইন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি এম. হেদায়েত উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন, কাউন্সিলর মুরাদ, নবনির্বাচিত চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, বিশিষ্ট কবি দেবাশীষ ভট্টচার্য, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রেহান উদ্দীন, এসময় মুসলমান ধর্মের প্রতিনিধি হিসেবে সীতাকুÐ আলিয়া (কামিল) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন, হিন্দুদের শংকর মঠ ও মিশনের শ্রীমৎ রুপকানন্দ, বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু বাড়বকুÐ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংগ কীর্তি বিক্ষু। এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ ২৪ টি সংগঠন মানববন্ধনে অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, মাতৃভূমি বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের বসবাস করে এদেশে। শান্তি – সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে প্রিয় বাংলাদেশ। এখানে কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। কুমিল্লায় প্রতিমার পায়ের নিচে কোরআন রাখা ব্যক্তিরা যে ধর্মের অনুসারী হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা । ধর্মীয় অনুভুতিতে আঘাতের মাধ্যমে সম্প্রীতি নষ্ট করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *