সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডের বাড়বকুন্ড উপকূলীয় এলাকায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

সীতাকুন্ডের বাড়বকুন্ড উপকূলীয় এলাকায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

মোঃ জাহেদ,৬জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ড বাড়বকুন্ড বিএম এনার্জি কারখানার জায়গা পরিমাপের সময় হঠাৎ একদল সন্ত্রাসী হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে বেদম মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে মান্দারী টোলা গ্রাম থেকে জয়নাল প্রকাশ জয়নাল মেম্বারকে উদ্ধার করে। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। সীতাকুন্ড থানার এসআই নজরুল ইসলাম জানান, কয়েক জন সন্ত্রাসী স্থানীয় ব্যবসায়ী জয়নালকে মারধর করছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং এসময় সন্ত্রাসীরা বেশকয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এদিকে বিএম এনর্জির কর্মকর্তা অনুপ কুমার সেন জানায় শুক্রবার দুপুরে তাদের ক্রয়কৃত জায়গার সীমানা নির্ধারণ করার সময় একটি সন্ত্রাসী গ্রুপ তাদের পক্ষে থাকা স্থানীয় সাবেক মেম্বার জয়নালকে মারধর করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ মান্দারী টোলা গ্রামে অভিযান চালিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এসময় সন্ত্রাসীরা গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। তিনি আরও জানায় কিছু পূর্বে স্থানীয় সন্ত্রাসীরা বিএম এনার্জি কারখানায় হামলা করে ১০জনকে আহত করে। এঘটনায় স্থানীয় শাহদাতসহ ১৪জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে সীতাকুন্ড মডেল থানায়।পুলিশ মামলার ১মাস পরও কোন আসামী গ্রেফতার করতে পারেনি বলে তিনি জানায়। এদিকে স্থানীয় জরিপআলীসহ কয়েক জন কৃষক অভিযোগ করে বলেন স্থানীয় ভুমি দস্যু জয়নাল জাল দলিল করে কয়েক একর জায়গা বিএমএনার্জি থেকে বিক্রি করে কোটি টাকার মালিক বনে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *