সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে ভোট কেন্দ্রে ‍সকালে ভোটারের উপস্থিতি খুব নগন্যঃ পাঠাগারসহ বাড়ি ভাংচুর,মুরগীর ফার্মে আগুন

সীতাকুন্ডে ভোট কেন্দ্রে ‍সকালে ভোটারের উপস্থিতি খুব নগন্যঃ পাঠাগারসহ বাড়ি ভাংচুর,মুরগীর ফার্মে আগুন

নিজস্ব প্রতিবেদক, ৫জানুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)- ১০ম জাতীয় সংসদ নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন ঘটনা ঘটেনি রাতে। সাকল থেকে সীতাকুন্ডের প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি খুব নগন্য। কুমিরা যুবলীগের সভাপতি রাজু জানায় কুমিরার ভোট কেন্দ্র গুলোতে ভোটাররা গিয়ে ভোট দিচ্ছে। এদিকে কাজিপাড়া কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাবেক মেম্বার আবুতাহের বলেন মানুষ আসছে ভোট দিতে । তবে ভোটারের কোন লাইন দেখা যাচ্ছেনা।
স্থানীয় সূত্রে জানা যায় আওয়ামীলীগের নেতা কর্মীরা পাথার পাড়া একটি পাঠাগার ভাংচুর করেছে। এসময় আশে পাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাঁশবাড়িয়া আকিল পুর এলাকায় ১৮দলের এক কর্মীর মুরগীর ফার্ম এ আগুন দিয়েছে ১৪দলের সমর্থকরা। এদিকে গভীর রাতে মাদামবিবির হাট হোসেন মুন্সির বাড়িতে দুর্বত্তরা হামলা চালিয়ে সেভেন বি শিপ ইয়ার্ড্ এর ম্যানেজার নুর হোসেনের ঘরে ভাংচুর ও লুটপাট করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *