সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো দূর্গোৎসব

সীতাকুন্ডে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো দূর্গোৎসব

sitakund puja photo 1শেখ সালাউদ্দীন,৪অক্টোবর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় শ্রী শ্রী দূর্গোপূজা বিজয়া বিসর্জন। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সীতাকু- উপজেলার উদ্যোগে সন্ধ্যায় একটি বিজয়া র‌্যালী বের হয়। এতে হাজার হাজার নারী- পুরুষ ঢাক – ঢোল বাজিয়ে প্রতিমা নিয়ে নেচে গেয়ে উপজেলার পৌরসদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদর্ক্ষীণ করে। এর আগে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পূজার দিনগুলোতে মন্দিরগুলো পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু এবং দলের অন্যান্য নেতাকর্মীরা।শুভ বিজয়া র‌্যালীতে অংশ গ্রহন করেন, সীতাকু- মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হাসান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট অজিত নারায়ণ অধিকারী,উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, পূজা উদ্যাপন পরিষদের সদস্য সচিব পৌর কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু,কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য্য, রুপন দে,কমিটির সাবেক সভাপতি রঞ্জিতসাহা, পৌরসভা পুজা উৎযাপন কমিটির সভাপতি মৃদুল বনিক, সাধারণ সম্পাদক গৌতম অধিকারীসহ অনেকে।এদিকে পৌরসদর এলাকার সকল প্রতিমা নিয়ে প্রদর্ক্ষীণের পর ব্যাস কুন্ডে বিসর্জনের মধ্য দিয়ে সকল আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট অজিত নারায়ণ অধিকারী ও সদস্য সচিব পৌর কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু বলেন, প্রতিবছরের মত এবারও ৫৭ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরের মত এবারও খুবই সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এছাড়া সরকারী দলের এবং প্রশাসনের সব রকম নজরদারী ও সহয়োগিতা থাকার কারণেই সুষ্ঠু ভাবে পূজা উদ্যাপন করা সম্ভব হয়েছে। আর এই সব মন্ডপ গুলোতে কোন রকম বিশৃংখলার ঘটনা ঘটেনি। এ বিষয়ে পৌরসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌতম অধিকারী বলেন, সকলের প্রচেষ্টাতেই আমরা স্বাড়ম্বরে পূজা উদ্যাপন করেছি। বাহারি রঙের সাজ আর রঙ বেরঙের বাতি ও উপচে পড়া নর-নারীদের ঢলে পূজা মন্ডপ এলাকা গুলো মূখর হয়ে উঠে। দূর্গোপূজার আমেজ ও মানুষের এমন ঢল দেশে আর কোথাও দেখা যায়না বলে তিনি জানান। এ বিষয়ে আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, অন্যান্য বছরের চেয়েও এই বছর আরো সুন্দর ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় শ্রী শ্রী দূর্গোৎসব। তারা প্রাণ খুলে তাদের ধর্মীয় উৎসব সম্পন্ন করেছে। এ সময় বিভিন্ন দেশ বিদেশ থেকেও অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটেছে সীতাকু-ের পূজা মন্ডপ গুলোতে । আগত পূজারীরা দলে দলে পূজা মন্ডপ গুলো ঘুরে ঘুরে পূজা-অর্চনা, অঞ্জলী প্রদানসহ বিভিন্ন ধর্মীয় রীতি পালন করেন তারা । শনিবার পূজার সমাপ্তি দিনে মন্ডপ গুলোতে মন্ত্রপাঠের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হয় । প্রতিমা বিসর্জন দেয়ার শেষ সময় পর্যন্ত ভক্তরা গভীর আগ্রহে পৌর সদর সংকরমঠ এলাকার ঐতিহ্যবাহী ব্যাসকু- দিঘীর পাড়ে অপেক্ষা করেন এবং প্রতিমা দেবী দূর্গা নিয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদর্ক্ষীন শেষে ঢাক – ঢোল বাজিয়ে ব্যাপক উৎসাহে ব্যাসকু- দিঘীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গা উৎসবের কার্যক্রম সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *