সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড উপজেলা নির্বাচনে ৪৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ ||সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব টহল বৃদ্ধি জরুরী||

সীতাকুন্ড উপজেলা নির্বাচনে ৪৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ ||সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব টহল বৃদ্ধি জরুরী||

কাইয়ুম চৌধুরী,১৪মার্চ (সীতাকুন্ড টাইমস ডটকম)ঃ
সীতাকুন্ড উপজেলা পরিষদের নির্বাচন কাল শনিবার। প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। মাঠে নেমেছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ। তার পরে সীতাকুন্ড উপজেলার মোট ৮২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্রই অতিঝুঁকিপূর্ণ বলে দাবী করেছেন প্রার্থীরা। অন্য ২৭টি কম ঝুঁকিপুর্ণ বলে জানা গেছে। অতিঝুঁকিপুর্ণ কেন্দ্র গুলোতে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব টহল বৃদ্ধি জরুরী বলে প্রার্থীরা দাবী করেছেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোর মধ্যে ২নং বারৈয়াঢালা ইউনিয়ন ও ১০নং সলিমপুর ইউনিয়নের সবকটি ভোট কেন্দ্র মারাতœক ঝুঁকিপূর্ণ। এছাড়া অন্যান্য ঝুঁকিপূর্ন কেন্দ্র সমুহ হচ্ছে- ১নং সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর সঃপ্রাঃবি, মাষ্টারপাাড়া রেজিঃ প্রাঃ বিঃ, শেখেরহাট উচ্চ বিদ্যালয়, শেখেরহাট মধ্যধারী কমিউনিটি, কেদারখীল সঃপ্রাঃবিঃ, পূর্ব সৈয়দপুর সঃপ্রাঃবিঃ, সীতাকুন্ড পৌরসভায়- নুনাছড়া সঃপ্রাঃবিঃ, পন্থিছিলা উচ্চ বিদ্যালয়, দত্তবাড়ী (মহিলা কেন্দ্র), দত্তবাড়ী (পুরুষ কেন্দ্র), ০৪ নং মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সঃপ্রাঃবিদ্যালয়, গুপ্তাখালী সঃপ্রাঃবিঃ, ০৫ নং বাড়বকুন্ড ইউনিয়নের মাহমুদাবাদ সরকারী প্রাঃবিঃ, অলিনগর সঃপ্রাঃবিঃ, কাটগড় সঃপ্রাঃবিঃ, নড়ালিয়া সঃপ্রাঃবিঃ, ০৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়নে উত্তর বাঁশবাড়ীয়া সঃপ্রাঃবিঃ, মধ্য বাঁশবাড়ীয়া সঃপ্রাঃবিঃ, আকিলপুর সঃপ্রাঃবিঃ, ০৭ নং কুমিরা ইউনিয়নে মসজিদ্দা সঃপ্রাঃবিঃ, কুমিরা উচ্চ বিদ্যালয়, ০৮ নং সোনাইছড়ি ইউনিয়নে রাজাপুর সঃপ্রাঃবিঃ, ঘোড়ামারা সঃপ্রাঃবিঃ, এম.এ.কাশেম রাজা প্রাঃবিঃ (মহিলা), কেশবপুর কমিউনিটি প্রাঃবিঃ, ০৯ নং ভাটিয়ারী ইউনিয়নে বিজয় স্মরনী কলেজ ভোট কেন্দ্রসহ ৪৮ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে অধিকাংশ প্রার্থীরা দাবী করেছেন। সীতাকুন্ড বিজিবির পক্ষে থেকে জানানো হয়েছে কোন ভোট কেন্দ্রে সন্ত্রাসী কর্মকান্ড,দখল অনিয়ম হলে সরাসরি মোবাইল(০১৭৬৯৬০১৬১৬) করে ঘটনা জানাতে অনুরুধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *