সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড থেকে র‌্যাব-৭ এর অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার

সীতাকুন্ড থেকে র‌্যাব-৭ এর অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ২৪ ফেব্রুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড থেকে র‌্যাব-৭ এর অস্থায়ী ক্যাম্প আজ প্রত্যাহার করা হয়েছে। জানা যায়, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা বেড়ে যাওয়ায় মহাসড়ক সংলগ্ন রিডিও সাগরগিরি অফিস চত্বরে র‌্যাব-৭ ও পানি উন্নয়ন বোর্ড এলাকায় বিজিবি’র স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শান্ত হওয়ায় র‌্যাবকে প্রত্যাহার করা হয়েছে বলে সূত্রে জানায়। তবে র‌্যাব-৭ চট্টগ্রামস্থ ষ্টীল মিল অফিস থেকে সীতাকুন্ড উপজেলার সকল কার্যক্রম পরিচালনা করবেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেবেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ড এলাকায় বিজিবি’র অস্থায়ী ক্যাম্প বর্তমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *