সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সেনাবহিনীতে লোক দিবে বলে প্রতারনার ফাঁদ

সেনাবহিনীতে লোক দিবে বলে প্রতারনার ফাঁদ

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃঃ
সীতাকুণ্ডে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যাক্তিকে ফোন করে সেনাবাহিনীতে লোক ভর্তি করাবে বলে জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার প্রাতরনার ফাঁদ বসিয়েছে তথাকতিথ সেনা কর্মকর্তা । নিজেকে সেনাবাহিনীর লোক দাবী করে সীতাকুণ্ডের অনেক লোককে কল দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। ভাটিয়ারী থেকে সাংবাদিক জাহাঙ্গীর কল দিয়ে প্রতিবেদককে জানান গতকাল সকালে ০১৮৪৬৩২১৫৮০ এই নম্বর থেকে ফোন করে আমার মুঠো ফোনে। সে আমার সব পরিচয় জানে । প্রতারকের নাম তারেক। বাড়ি সীতাকুণ্ডে। সে পূর্ব পরিচত বন্ধুর মত বলে জাহাঙ্গীর ভাই কাল সেনাবাহীনিতে লোক নিবে মাঠে লাইন ধরিয়ে । সীতাকুণ্ডে আমার ৫জন কোটা আছে। ৩জন হয়েছে গেছে আর ২জন লাগবে। আপনার কেউ থাকেলে আড়াইটার সময় পাঠান চাকুরী হয়েছে যাবে। তিনি ২জন ঠিক করে তাকে কল দেয় । কল দেয়ার পর কথিত সেনা কর্মকর্তা তারেক সেনাবাহিনীর অফিসিয়াল একটা বিকাশ নং দেয়। বলে ওটা আমাদের অফিসিয়াল নম্বর ধরবে মাসুদ। এখনত সময় শেষ হয়ে যাচ্ছে। ফরমের জন্য আপাতত ৭৮০টাকা বিকাশ করেন এই নম্বরে ( ০১৮৫৮৫৪৬৪৭৪)। সাংবাদিক জাহাঙ্গীর টাকার কথা শুনে একটু সন্দেহ হয়। টাকা না পাঠিয়ে তিনি ১ঘন্টা পর আবার কথিত সেনাকর্মকর্তা তারেক কে কল দেয় ০১৮৪৬৩২১৫৮০। যেহেতু টাকা দেয়নি তাই কল রিসিভ করে অকথ্য ভাষায় গালমন্দ করা শুরু করে প্রতারক তারেক। সাংবাদিক জাহাঙ্গীর জানান তিনি তার মুঠোফোনে প্রতারকের সকল গালমন্দ রেকর্ড করে রেখেছে।
এভাবে গতকাল ০১৮৪৬৩২১৫৮০ নম্বর থেকে অনেক কে কল দিয়ে একই প্রতারনা করেন। সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী, সীতাকুণ্ড টাইমস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমকেও একই ভাবে ০১৮৪৬৩২১৫৮০ এই নম্বর থেকে কল দেয় দুপুরে । কিন্তু তিনি ব্যস্ততার কারনে তার চাকরীর ফাঁদে পা দেননি। েএকই ভাবে কল দিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীকে। তিনি জানান কল দিয়ে তারেক সীতাকুণ্ডের লোক বলে জানানা । এবং সেনাবাহিনীতে লোক নিচ্ছে । সীতাকুণ্ডের কোটা আছে । তার মাধ্যমে ৫জন ভর্তি করাতে পারবে। সাংবাদিক শিল্পী তার কথায় কর্ণপাত করিনি। তবে তিনি এইসব প্রতারক থেকে সাবধান থাকতে সীতাকুণ্ডবাসীকে সতর্ক থাকতে বলেছেন।
বিষয়টি তদন্ত করে যাথাযত কতৃপক্ষ মোবাইল নম্বর দিয়ে তাদের গ্রেফতার করার দাবী জানিয়েছে সীতাকুণ্ডের সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *