সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বৈশাখের শপথ হোক মাদকমুক্ত রাখব সী- বিচ -গুলিয়াখালীর বৈশাখ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক এ কে এম তফজল হক

বৈশাখের শপথ হোক মাদকমুক্ত রাখব সী- বিচ -গুলিয়াখালীর বৈশাখ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক এ কে এম তফজল হক

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুন্ডের ঐতিহ্যবাহী এ যাবৎকালের ব্যাপক সাড়া জাগানো গুলিয়াখালী সী-বিচ পরিচালনা পরিষদ কমিটির উদ্যোগে দু’দিন ব্যাপী বৈশাখীমেলার আজ ছিল দ্বিতীয় তথা শেষ দিন। নুরুল আমীন শফি মেম্বরের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মাস্টারের প্রানবন্ত উপস্হাপনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্হাপনা বিভাগের অধ্যাপক এ কে এম তফজল হক। বিশেষ অতিথি ছিলে যথাক্রমেঃ ৪ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষন পরিষদের সাধারন সম্পাদক ও সীতাকুন্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, ৪ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নোয়ামিয়া কন্ট্রাক্টর, সীতাকুন্ড সমিতি – চট্টগ্রামের সহ-সভাপতি হাজী ইউসুফ শাহ, সীতাকুন্ড সমিতির সহ- সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ।আলোচনায় অংশ নেন যথাক্রমেঃ গুলিয়াখালী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইসলাম,যুব নেতা শহিদুল ইসলাম, মফিজুর রহমান, আবুল হাসেম, বেলাল উদ্দীন, নূর মোস্তফা ভুট্টু, মদিন উল্যাহ, মনা মিয়া কন্ট্রাক্টর, সিএনজি নেতা সোলেমান, জয়নাল আবেদীন, আলতাফ হোসেন ও জাকারিয়া রিফাত প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক এ কে এম তফজল হক বলেন, গুলিয়াখালী সী- বিচ এলাকায় কোন প্রকার মাদকদ্রব্য সেবন বিক্রয় কোনভাবেই কাম্য নয়। এলাকাবাসী ও সী- বিচকে মাদকমুক্ত রেখে সমাজ ব্যবস্হাকে শিক্ষিত জনশক্তিতে রূপান্তর করবার জন্য গুলিয়াখালী সী- বিচ পরিচালনা কমিটিকে সদা সর্বদা সতর্ক থাকবার আহ্বান জানান। আলোচনা শেষে মন মাতানো মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *