সংবাদ শিরোনাম
Home / জাতীয় / এতিমের প্রতি সদাচরণ— উপাধ্যক্ষ মো: মোহিব্বুল্লাহ আজাদ

এতিমের প্রতি সদাচরণ— উপাধ্যক্ষ মো: মোহিব্বুল্লাহ আজাদ

মো: মোহিব্বুল্লাহ আজাদ,৭জুন(সীতাকুন্ড টাইমস) ঃ
আল্লাহ তা’আলা ইরশাদ করেন, “আর তোমরা ইবাদত কর একমাত্র আল্লাহর, তাঁর সাথে অপর কাউকে শরীক করো না। পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্মীয়, এতিম, মিসকীন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর প্রতিও (সদ্ব্যবহার কর)। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহঙ্কারীকে পছন্দ করেন না।”- (সূরা-নিসা, আয়াত-৩৬)। যে শিশু-সন্তানের পিতা- ইন্তেকাল করেছেন, তাকে এতিম বলা হয়ে থাকে। পিতৃহারা হওয়ার কারণে এতিমরা শৈশব থেকেই অকৃত্রিম পিতৃস্নেহ ও মায়া-মমতার পরশ থেকে বঞ্চিত হয়। তাই এতিমদের প্রতি সহানুভূতি-সহমর্মিতা প্রদর্শন করা, তাদের যথাযথ অধিকার আদায় করা ইসলামের নির্দেশ। আলোচ্য আয়াতে আল্লাহ তা’আলা স্বীয় ইবাদতের নির্দেশ প্রদানের পরপরই মা-বাবাসহ যাদের সাথে সদাচরণের জন্য বিশেষত: তাকিদ করেছেন তরমধ্যে এতিমরা অন্যতম। মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম এতিমদের প্রতি কিরূপ সহানুভূতিপরায়ণ ও যত্নশীল এ আয়াতে কারীমা তার প্রকৃষ্ঠ নজির। আয়াতটির শেষাংশে ইরশাদ হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহঙ্কারীকে পছন্দ করেন না।” আয়াতের এ অংশটি পূর্ববর্তী বক্তব্যের উপসংহার। কারণ উক্ত আয়াতে যাদের হক সম্পর্কে তাকিদ করা হয়েছে, সেগুলোর ব্যাপারে ওইসব লোকই শৈথিল্য প্রদর্শন করে, যাদের মন-মানসিকতায় আত্মগর্ব, অহমিকা, দাম্ভিকতা বিদ্যমান। এতে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, এতিমদের অবজ্ঞা অনাদর করা দম্ভ ও অহমিকার বহিঃপ্রকাশ। সুতরাং এতিমদের প্রতি অসদাচরণকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর যাকে আল্লাহ পছন্দ করেন না তার অশুভ পরিণতি অবধারিত। আল্লাহ আমাদেরকে এতিমের প্রতি সদাচরণ করার তাওফিক দিন। আমিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *