সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / কিং অব চট্টগ্রামে ৯৪ ব্যাচের মিলন মেলা অনুষ্টিত

কিং অব চট্টগ্রামে ৯৪ ব্যাচের মিলন মেলা অনুষ্টিত

মোহাম্মদ আলাউদ্দীন, সীতাকুণ্ড টাইমসঃ
চট্টগ্রাম এর কিং অব চিটাগাং এ ৯৪এর বন্ধুরা ফিরে পেয়েছে ছাত্র জীবনের আনন্দ।
আজ ১২ মার্চ ২০২১ইং তারিখ চাট্টগ্রামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো চটগ্রাম বিভাগের
এস.এস.সি. ৯৪ ব্যাচের বিশাল মিলন মেলা ও মেজবান।
“এ্যালামনাই’৯৪ চট্টগ্রাম” এর আয়োজনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার এস.এস.সি. ৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের মধ্যাহ্ন ভোজ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ মিলন মেলার পাশাপাশি “এ্যালামনাই’৯৪ চট্টগ্রাম” এর বন্ধুদের সন্তান যারা ২০২০ সালের এইচ.এস.সি. পরীক্ষায় জি.পি.এ.-৫ পেয়ে উত্তির্ণ হয়েছে তাদের সংবোর্ধনার ব্যাবস্থাও করা হয়। সংবোর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করেন দৈনিক পূর্বকোণ লীঃ এর চেয়ারম্যান রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলে চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব সাকিলা সুলতানা।সমাজের বিভিন্ন পর্যায়ে আজ প্রতিষ্ঠিত মিলন মেলায় আগত বন্ধুদের সময় কাটানো ও স্মৃতীময় ছবি তোলার জন্য
ভ্যানুকে সাজানো হয় বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিকৃতি যেমন পালকি, পুরোনা মডেলের টিভি, ক্যাসেট প্ল্যয়ার, সাম্পান,
ট্রেন, স্কুল ড্রেস পড়া কাট-আউট ইত্যাদি দিয়ে। গ্রুপের বিভিন্ন অবদানের স্মীকৃতি স্বরূপ অনেক বন্ধুদের মাঝে প্রদান
করা হয় সম্মাননা ও শুভেচ্ছা স্মারক।
মিলন মেলা ও মেজবান আয়োজক কমিটির আহবায়ক জাহেদুল হাসান জানান, “প্রায় এক হাজার বন্ধুর অংশগ্রহণ
করেন এই মিলন মেলায়। সাবাই খুবই স¦তস্ফূর্ত এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে কারন, এ অনুষ্ঠানের মাধ্যমে
সবাই পুরোনো বন্ধুদের কাছে পেয়ে ফিরে গেছে সেই হারানো দিনে।”
দ্যা কিং অফ চিটাগং চিটাগং এ সারাদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ করেন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রক্ষাত শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী উদয় চৌধুরী জানান, “প্রবাশে বসবাসরত আমাদের বন্ধু লিঙ্কণ ভূঁইয়া, আরিফ উল্যাহ
এবং দেশে বসবাসরত বেশ কিছু বন্ধুর উৎসাহ ও সহযোগীতার কারনে আজ আমরা সফল ভবে এই অনুষ্ঠান সম্পন্ন
করতে পেরেছি। একটি দিনের জন্য সব বন্ধুরা হারানো দিনে ফিরে গিয়ে আনন্দে মেতে উঠেছে, এটাই আমাদের
স্বার্থকতা। সব বন্ধুদের সহযোগীতা থাকলে প্রতি বছর আমাদের এধরণের আয়োজন অব্যহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *