সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের নির্বাচন সম্পন্ন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের নির্বাচন সম্পন্ন

received_1693569074009141
প্রেস বিজ্ঞপ্তি,সীতাকুণ্ড টাইমস ঃ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিট নির্বাচন-২০১৭ইং সেপ্টেম্বর-২০১৭ ইং তারিখ উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০.০০ ঘটিকা হইত একটানা বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি সম্পাদকীয় পদ এবং ২০টি কার্যনির্বাহী সদস্য পদ সরাসরি গোপন ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহন হয়। সাংগঠনিক সম্পাদক সহ ১৩টি পদ প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন চট্টগ্রাম জেলা আইনীজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ দেলোয়ার হাসান চৌধুরী, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন এডভোকেট মোঃ জহুরুল আলম। অন্যান্য পদে যারা নির্বাচিত হন- সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট এস.ইউ.এম. নুরুল ইসলাম, সহ-সভাপতি পদে যথাক্রমে এডভোকেট আজিজুল হক চৌধুরী, এডভোকেট রওশন আরা বেগম, এডভোকেট কাজী মোঃ সিরাজ, এডভোকেট আকবর আলী, এডভোকেট সেলিমা খানম, যুগ্ম সাধারণ সম্পাদন পদ এডভাকট এ.এন.এম. মাঈনুল চধুরী (রনি), এডভোকেট নাসিমা আক্তার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, এডভোকেট সৈয়দ আহম্মদ সিকদার, সহ সাধারণ সম্পাদক পদ এডভোকেট শওকত আওয়াল চৌধুরী, এডভোকেট েমাঃ মুরশিদ আলম, এডভোকেট েমাঃ রাহিম উদ্দিন, অর্থ সম্পাদক পদে এডভোকেট েমাঃ ফিরোজ আলম, সহ অর্থ সম্পাদক পদে এডভোকেট মাঃ ইয়াছিন, দপ্তর সম্পাদক পদে এডভোকেট ইমতিয়াজ আহম্মদ জিয়া, সহ দপ্তর সম্পাদক এডভোকেট ইউসুপ আলম মাসুদ, আইন ও গবেষনা সম্পাদক এডভোকেট রফিকুর আলম, মহিলা সম্পাদিকা এডভোকেট আসরাফি বিনতে মোতালেব, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক পদ এডভোকেট েমাঃ শাহাবুদ্দিন কুতুবী।
বিনা প্রতিদ্বদীতায় নির্বাচিত হন যথাক্রম সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট এরশাদুর রহমান রিটু, সহ সাংগঠনিক পদে এডভোকেট নুরল করিম এরফান, এডভোকেট শফিকুল আলম লিটন, প্রচার সম্পাদক পদে এডভোকেট মোকাররম হাসান, সহ-প্রচার সম্পাদক পদ এডভোকেট মাঃ আনোয়ার হোসেন, মানবাধিকার সম্পাদক পদ এডভোকেট হাসনে হেনা, সহ-আইন ও গবেষনা সম্পাদক পদে আলাউদ্দীন আল আজাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে এডভোকেট শাহনাজ সিদ্দিকী, প্রকাশনা সম্পাদক পদে েমাঃ আলী আকবর সানজিক, সহ প্রকাশনা সম্পাদক পদ এডভাকট মা¯ফা কামাল, এডভোকেট মাঃ এরফানুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মাঃ জাহদুল ইসলাম তালুকদার, সহ সামাজিক ও সাং¯তিক পদ এডভোকেট মাঃ আজিজুল হক।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন যথাক্রম ঃ-
১)আবদুল সবুর, ২) আ.ন.ম. কামরল হাসনাত চধুরী,৩) কেফায়েত উল্লাহ চৌধুরী,৪) মোয়াজ্জেম হোসেন,৫) মাঃ মনজুর হাসন,৬) মাঃ রিয়াদ উদ্দিন, ৭) মাঃ মজবাহ উদ্দিন,৮) মাঃ আশরাফ আলী ফারহাদ,৯) মাঃ আলী ইয়াছিন, ১০) মাঃ এহসানুল হক,১১) মাঃ নাছির উদ্দিন রুবেল,১২) শেখ তাপসী তহুরা, ১৩) মোঃ লাকমান শাহ,১৪) মোঃ তফিক উদ্দিন,১৫) মোঃ আবদুল্লাহ আল-মামুন, ১৬) এইচ.এস. সরায়াদী,১৭) মোঃ সরোয়ার হোসেন লাভলু,১৮) সৈয়দ মোঃ আনায়ার উল্লাহ,১৯) জয়নাল আবেদীন(সম্রাট), ২০) মোঃ মিজানুল হাসান চৌধুরী
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মূখ্য নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ সালাউদ্দীন, নির্বাচন কমিশনার এডভোকেট আবদুল কাদের, এডভোকেট এইচ.এম. আবুল হাসান।
নির্বাচিত সভাপতি এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী ও সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জহুরুল আলম নির্বাচন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বিজয়ী এবং নির্বাচন অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *