সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরেছে সীতাকুণ্ডের জেলেরা, জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরেছে সীতাকুণ্ডের জেলেরা, জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

received_1266804376798205

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড টাইমসঃ
ইলিশ মাছের প্রজনন মৌসুম চলাকালীন সময় পহেলা অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন যাবত সরকারের নির্দেশে সাগর থেকে ইলিশ ধরা বন্ধ ছিল। ঐ ২২ দিন যাবত ধরে জেলেরা সাগরে যেতে না পেরে বেকার সময় পার করে। ঐ বেকার সময়টাতে জেলেদের জন্য উপজেলা থেকে চাউলের ব্যবস্হা থাকলেও অনেক জেলে চাউল পায়নি বলে জানান। জেলা মৎস কর্মকর্তা কার্যালয় সুত্র জানায়, উপজেলায় আটটি উপকূলীয় ইউনিয়নের কার্ডধারী জেলে রয়েছে তিন হাজার ৯৩৫ জন। কিন্তু পুরো উপজেলায় জেলেকার্ড পাওয়ার যোগ্য চারহাজার ৫০০ জন। বাকীদের কার্ড এখনো প্রস্তুত হচ্ছে। এবার ভিজিএফের আওতায় প্রতিজন ২০ কেজি করে মোট চার হাজার জেলেরজন্য বরাদ্দ হয়েছে ৮০টন চাল। প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা গত বছর থেকে ২২ দিন নির্ধারণ করে সরকার। গত বছর ওই সময়ের মধ্যে বিশেষ ভিজিএফ কর্মসূচির মাধ্যমে দুস্থ জেলেদের জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করে। সে বছর যথাসময়ে চাল পেলেও এ বছর এখনো পায়নি জেলেরা। এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞার অবসর সময় কাটিয়ে (২২ অক্টোবর) রোববার রাত ১২ টার পর থেকে জেলেরা ফিরেছে সাগরে। সাগরে জাল নিয়ে হাসি মুখে ঘরে ফিরেছে তারা। কারন জাল বসিয়ে তাতে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর ব্যাপক ইলিশ ধরা পড়েছে জালে। সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন হাট-বাজার
সকাল থেকে প্রচুর ইলিশ মাছ বিক্রি হতে দেখা গেছে। দামও কিছুটা হাতের নাগালে আছে বলে জানালেন এক ক্রেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *