সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / ফায়ারব্রিগেড কর্মকর্তা জসিম উদ্দীনের জার্মানী ও ফ্রান্স যাত্রা করেছে আজ

ফায়ারব্রিগেড কর্মকর্তা জসিম উদ্দীনের জার্মানী ও ফ্রান্স যাত্রা করেছে আজ

FB_IMG_1508694005440
নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড টাইমসঃ

এয়ার ব্রেথিং এন্ড গ্যাস ফায়ারড ট্রেনিং গ্যালারি প্রকল্প স্থাপনার অধীনে ফ্যাক্টরি একচেপ্ট্যান্স টেস্ট (ফ্যাট) প্রশিক্ষণে অংশ নিতে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারি পরিচালক জসিম উদ্দীন আজ (২৪ অক্টোবর) ভোরে জার্মানী ও ফ্রান্সের উদ্দেশে দেশ ত্যাগ করবেন। তিনি প্রথমে জার্মানি ও পরে ফ্রান্সে সপ্তাহব্যাপী (২৫ থেকে ৩১ অক্টোবর) প্রশিক্ষণ সম্পন্ন করে আগামী ১ নভেম্বর, ২০১৭ তিনি দেশে ফিরবেন।
উল্লেখ্য, জসিম উদ্দীন কর্মক্ষেত্রে জীবনঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালনের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পদক লাভ করেন।
তিনি সকলের দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *