সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বঙ্গবন্ধু আমার হৃদয়ে তাই নৌকা প্রতীকে সীতাকুণ্ড থেকে নির্বাচন করতে চান ব্যবসায়ী ইমরান

বঙ্গবন্ধু আমার হৃদয়ে তাই নৌকা প্রতীকে সীতাকুণ্ড থেকে নির্বাচন করতে চান ব্যবসায়ী ইমরান

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান ব্যবসায়ী মোহাম্মদ ইমরান। সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামের ছোট ভাই ও শিপ ব্রেকিং ব্যবসায়ী ইমরান বলেন, নৌকা প্রতীকে জনপ্রতিনিধি হলে সীতাকুণ্ডকে অপরাধমুক্ত, সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে নিজেকে নিয়োজিত করবেন।
আজ (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইমরান নিজেকে আজীবন বঙ্গবন্ধুর আদর্শের নীরব ধারক উল্লেখ করে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশের রূপরেখায় আমি আপনাদের দৃঢ কণ্ঠে আশ্বস্ত করতে চাই, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুুত।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দেবেন, আমার এ বিশ্বাস ও যোগ্যতা আছে।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ প্রয়োজন, আমি কথা দিচ্ছি আপনারা আমাকে সেই সোনার মানুষ হিসাবে পাবেন- কথায় নয়, কাজেও।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স মাস্টার্স করা ব্যবসায়ী ইমরান বলেন, যোগ্যতা বিবেচনায় আওয়ামী লীগ তাঁকে স্বাগত জানাবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে নৌকা উপহার দেবেন।

বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর চেতনার আওয়ামীলীগ আমার প্রেরণার বাতিঘর এবং আমার পথচলার শক্তি। সময়ের কঠিন বাস্তবতায় এক সময়ের জাঁদরেল মহান নেতা এম আর সিদ্দিকীর সীতাকুন্ড আজ নেতৃত্ব শূন্য। অশিক্ষা আর অপরাধ প্রবণতা আমাদের এ জনপদ কে কুরে কুরে খাচ্ছে। যদিও জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেমিক সরকার এ খাতে উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ এবং কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমন কঠিন পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে চৌকস ও মেধাবী, ব্যবসা ক্ষেত্রে সফল ব্যক্তি হিসেবে এবং বঙ্গবন্ধুর মহান আদর্শে উত্তরসূরি হিসেবে চুপ করে বসে থাকা আমার বিবেকের কাছে সমীচীন বলে মনে হচ্ছে না।’

ব্যবসায়ী ইমরান আরো বলেন, ‘জানি আমার দৌঁড় কতটুকু, আমি সম্যক অবগত এলাকাবাসী তথা দেশ ও জাতির জন্য আমি কী করতে পারবো। আমার এলাকাবাসী, আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীগণ সাক্ষী আমি তাদের উন্নতির জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাকে যে সামর্থ, যোগ্যতা, সাহস এবং ত্যাগ এর শক্তি দিয়েছেন তা আমি পুরোপুরি কাজে লাগিয়ে সীতাকুন্ডবাসীর নীরব কান্না মুছে দিতে পারব। এ দৃঢ় বিশ্বাস আমার আছে।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রাজপথে উচ্চকণ্ঠে শ্লোগান না দিলেও আজীবন বঙ্গবন্ধুর আদর্শের নীরব ধারক তিনি ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে তাঁর বড় ভাই সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পত্মী নিশাত ইমরান, বড় ছেলে সারতাজসহ পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *