সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বাড়বকুণ্ডে আসামী ধরতে গভীর রাতে ঘরে পুলিশ ঃ আসামীর পিতার মৃত্যু

বাড়বকুণ্ডে আসামী ধরতে গভীর রাতে ঘরে পুলিশ ঃ আসামীর পিতার মৃত্যু

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
বাড়বকুণ্ডে পুলিশ ওয়ারেন্ড আসামীকে ধরতে গিয়ে ঘরে না পাওয়ায় বৃদ্ধ বাবাকে বকাবকি করলে ঘটনা স্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আসামীর পিতা।
গতকাল ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২ টার সময় সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ ফজু কামলার বাড়ীতে জামায়াত কর্মী মুন্নাকে গ্রেফতার করতে গেলে এই ঘটনা ঘটে।
পুলিশের সামনে নিজ বাড়ীর উঠানে রাত ০২ টার সময় ঢলে পড়লে তাকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে রাত ২.৩০ টার সময় কর্তব্যরত ডাক্তার মোঃ আনিছ (৬৫)কে মৃত ঘোষনা করেন। নিহত ব্যক্তির পিতার নাম মৃত মোঃ লেদু বলে জানা গেছে। এঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
নিহত আনিছের স্ত্রী নুরুন্নাহার জানান গভীর পুলিশ তার ঘরে ঢুকে ছেলে মুন্নাকে খুজতে থাকে। মুন্নাকে ঘরে না পেয়ে পুলিশ অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং হুমকী ধমকী দেয় এরপর তার বৃদ্ধস্বামী বেহুঁশ হয়ে মাটিতে লুটে পড়ে।
আরও জানাযায় সীতাকুণ্ডে এযাবৎ গ্রেফতার অভিযানে ৪ জন বিরোধীদলীয় কর্মীর মৃত্যু হয় মর্মে জানা গেছে। একজন এস.আই অনুরূপ হত্যাকাণ্ডের দায় নিয়ে কারাগারে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *