সংবাদ শিরোনাম
Home / জাতীয় / বিভিন্ন কর্মসূচীর মধ্যে সীতাকুণ্ডে বিজয় দিবস পালন

বিভিন্ন কর্মসূচীর মধ্যে সীতাকুণ্ডে বিজয় দিবস পালন

16কাইয়ুম চৌধুরী/সবুজ শর্মা,১৬ডিসেম্বর(সীতাকুণ্ড টাইমস)-
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সীতাকুণ্ডে উৎযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম,উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূইয়া,সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম,অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান শহীদ স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিজয় দিবসের সূচনা করেন। এরপর উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,যুবলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন, ইউপি চেয়ারম্যানরা,পৌর মেয়র প্রার্থী বদিউল আলম,পৌর মেয়র প্রার্থী সৈয়দ মুনসুরের নেতৃত্বে বিএনপি,জাসদ,সীতাকুণ্ড প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সংস্থা,উপজেলা শিক্ষক সমিতি,মেঘমল্লার খেলাঘর আসর,পৌর বাজার কমিটিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে সীতাকু- উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের চিত্রাংকণ,নৃত্য,আবৃত্তি,মুক্তিযোদ্ধের প্রামান্য চিত্র,স্কাউট,দৌড়,যেমন খুশী তেমন সাজ,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। দুপুরের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়েছে। সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব দিদারুল আলম,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এসএমআল মামুন,ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী। এ সময় প্রধান অতিথি বীর প্রতিক সাবেক বিমান বাহিনী কর্মকতা মো.রুস্তুম আলী,সাবেক রেলওয়ে পূর্বাঞ্চল জেনারেল ম্যানেজার মুক্তিযোদ্ধা আফতাফ উদ্দিন আহাম্মদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহসহ তিন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
times16
উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনের পরিচালনায়, সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম,বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী বীর প্রতিক, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলিম উল্ল্যা, রেলওয়ের পূর্বাঞ্চল সাবেক জি.এম বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলা উদ্দিন ছাবেরী, রেহান উদ্দিন রেহান ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মদিন উল্ল্যা, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা নূর আহম্মদ, বীর মোঃ ছানা উল্ল্যা, প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন সীতাকুন্ড প্রেস ক্লাবের আহবায়ক এম হেদায়েত, সাবেক সভাপতি এস এম ফোরকান আবু,যুগ্ম আহ্বায়ক সেকান্দর হোসাইন ,সাবেক সেক্রেটারী কাইয়ুম চৌধুরী, সাবেক সেক্রেটারী ও সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব সুমিত্র চক্রবর্তী, খাইরুল ইসলাম,শেখ সালাউদ্দিন, নির্দেশ বড়–য়া, জাহেদ চৌধুরী,সবুজ শর্মা ,নাছির উদ্দিন অনিক,ইব্রাহীম খলিলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, প্রায় ৪ শতাধিক মুক্তিযোদ্ধা ও পরিবারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।
বিজয় দিবসের ছবি-সীতাকুণ্ড
আপরদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে সরকারী-বেসরকারী বিদ্যালয়,প্রতিষ্ঠান ও কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া মহান বিজয় দিবসে শহীদ স্মরণে প্রথমবার ২নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার বাড়বকু-স্থ মাহামুদাবাদ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন-সম্পাদক ও সাম্ভাব্য ইউপি মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন,২নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুনবী জুনু,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো.খোরশেদ আলম,যুবলীগ সদস্য ফারুক,বাহার,আরিফ,কালামসহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *