সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / ভাটিয়ারী ইউএনও এর সহযোগীতায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জয়া

ভাটিয়ারী ইউএনও এর সহযোগীতায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জয়া

নিজস্ব প্রতিবেদক,৩০ সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জয়া দাশ(১৩)। উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান জানান, ভাটিয়ারী জলদাশ পাড়ার বাসিন্দা সমিরন জলদাশ তার বোনের মেয়ে জয়া দাশের সাথে কোতোয়ালী থানার মাঝিরঘাট এলাকার বিকাশ দাশের সাথে ১ অক্টোবর বিবাহে দিন ধায্য করে।
বিয়ের আগেরদিন সোমবার বিকাল ৪টায় স্থানীয় কোডেকের সহযোগীতায় সীতাকু- থানার এসআই জয়নাল আবেদীনকে সঙ্গে নিয়ে ইউএনও অভিযান চালিয়ে মেয়েটিসহ তার মামাকে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। পরে তিনি মেয়েটির বাবা চন্দনাইশ বাইনজুড়ি এলাকার বাসিন্দা সুকুমার জলদাশকে খবর দেন। মেয়েটি বড় মা এহি ম্যানোকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। বর্তমানে জয়া ও তার মামা ইউএনও’র জিম্মায় রয়েছে। ইউএনও আরো বলেন, মেয়েটির বাবা-মা আসার পর বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে মেয়েটির অপর মামা মধু মিলন দাশের জিম্মায় দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *