সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সন্দ্বীপে বিদ্যুৎ, সিজদায় লুটিয়ে পড়লো বিদ্যুৎ কর্মী

সন্দ্বীপে বিদ্যুৎ, সিজদায় লুটিয়ে পড়লো বিদ্যুৎ কর্মী

কাজী মিনহাজ উদ্দিনঃ সীতাকুণ্ড টাইমসঃ

সন্দ্বীপে জাতীয় গ্রেডের বিদ্যুৎ! এ যেন আকাশের চাঁদ বা সোনার হরিণের চেয়েও অধিক দুর্লভ ব্যাপার। কিন্তু সেই অসম্ভবকে সম্ভবে পরিণত করে সন্দ্বীপবাসীর শত শত বছরের লালিত স্বপ্ন বাস্তবে রুপ লাভ করেছে আজ।

দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের এ দ্বীপ উপজেলা সন্দ্বীপে বিদ্যুৎ চালু হয়েছে। সাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নিয়ে যাওয়া এ বিদ্যুৎ ১৫ নভেম্বর বৃহস্পতিবার বিকালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

আর অকল্পনীয় এ সাফল্যে সন্দ্বীপ বিদ্যুৎ অফিসে কর্মরত এক ব্যক্তি তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসের সামনেই মাটিতে সিজদায় লুটিয়ে পড়েন। এ সময় তাকে অফিসের ফাইলপত্র পাশে রেখে সিজদারত অবস্থায় দেখা যায়।

পিডিবি সূত্রে জানা যায়, আগামী সপ্তাহের প্রথম দিকে ২হাজার ৩শ’ গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে। পরে দেড় থেকে দুই মাসের মধ্যে ৬ থেকে ৭ হাজার এবং এক বছরের মধ্যে পর্যায়ক্রমে ২০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *