সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সন্দ্বীপ চ্যানেলে লবণ বোঝাই ট্রলার ডুবি

সন্দ্বীপ চ্যানেলে লবণ বোঝাই ট্রলার ডুবি

কাইয়ুম চৌধুরী, ৬ অক্টোবর (সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকু-ের সন্দ্বীপ চ্যানেলে লবণ বোঝাই এমভি শহিদা নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারটির সারেংসহ ১০ স্টাফ সুস্থ ভাবে উদ্ধার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে সীতাকু-ের বার আউলিয়ার সন্দ্বীপ চ্যানেলে এই দূর্ঘটনাটি ঘটে।
বোর্ডটির সারেং সিদ্দিক উল্লাহ জানান, চট্টগ্রাম বন্দর (১২ নাম্বার জেটি) থেকে সকাল ১০টার দিকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে তাদের ট্রলারটি ছেড়ে আসে। ট্রলারটিতে ৩’শ টন লবণ বোঝাই ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সন্দ্বীপ চ্যানেলের বার আউলিয়া এলাকায় আসার পর ট্রলারটির তলা ফেটে ডুবতে থাকে। এসময় স্টাফরা লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় সাগরে ভাসতে থাকে। ওই সময় অপর একটি মাল বোঝাই ট্রলার ওই পথ যাওয়ার সময় বেশ কিছু লোক সাগরে ভাসতে থাকে দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
মালের মালিক আবুল হোসেন জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ১২ লক্ষ টাকা মূল্যের লবন বোঝাই ছিল। এ বিষয়ে ট্রলার মালিকের পক্ষ থেকে সীতাকু- থানায় একটি জিডি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *