সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / “সমাজে আজ আলোকিত মানুষের বড়ই অভাব” – পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিক উদ্দিনের শোক সভায় বক্তারা

“সমাজে আজ আলোকিত মানুষের বড়ই অভাব” – পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিক উদ্দিনের শোক সভায় বক্তারা

Untitled-Scanned-02প্রেস বিজ্ঞপ্তি,১৮মার্চ(সীতাকুণ্ড টাইমস)-
সীতাকুণ্ড পৌরসদরস্থ পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোঃ রফিক উদ্দিনের অকাল মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্বেগে এক শোক সভা ১৮ মার্চ বুধবার অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামূল হক ভূঁইয়ার সভাপতিত্তে, শিক্ষক অজয় কুমার দের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কমিটির সভাপতি আলহাজ্ব মাইমুন উদ্দিন মামুন। বক্তব্য রাখেন মরহুমের ছেলে এডভোকেট মোঃ তৌফিক উদ্দিন, প্রকৌশলী জসিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোঃ হারুন ভূঁইয়া, প্রবীর কুমার নাথ, শিক্ষক আবুল কাসেম, বদরুল হোসেন, বজলুর রহমান, ফরিদ আহমেদ, নুর মুহাম্মদ, তপন মজুমদার, মনিরুল আজিম হেলাল,মাওলানা কুদ্দুস নুরী প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে আজ কাল মরহুম রফিক উদ্দিনের মত এমন আলোকিত মানুষের বড়ই অভাব। নিজের অভাব অনটনের মধ্যেও বিশাল এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। অথচ নিজের পরিবারে সম্পদের লোভ লালসা করেননি। আজ কাল সমাজের অনেকেরি কোটি কোটি টাকা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যেগ কেউ নিতে চায় না। মরহুম রফিক উদ্দিনকে পন্থিছিলা বাসি হাজার বছর ধরে স্বরন করে রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *