সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে আলো জ্বেলে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

সীতাকুণ্ডে আলো জ্বেলে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
জাতিকে মেধাশূন্য করতে একাত্তরে মুক্তিযুদ্ধের পুরো নয় মাস পাকিস্তানিরা সচেষ্ট ছিল আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করতে। যুদ্ধ যত শেষেন দিকে গড়িয়েছে হত্যার মাত্রা তত বেড়েছে। শুধু ঢাকা নয়, পিশাচররা হত্যাকান্ড চালিয়েছে দেশ জুড়ে। ওই সময় কিছু বুদ্ধিজীবীর লাশ রায়ের বাজার ও মিরপুর এলাকায় পাওয়া গেলেও অনেকের লাশও পাওয়া যায়নি। আজ সন্ধ্যাধ্যায় আলো জ্বেলে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো সীতাকু-বাসী। দিনটিকে স্মরণ করার জন্য শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলিত করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় শিশু কিশোর সংগঠন সীতাকু- সুরাঙ্গন খেলাঘর আসরের উদ্যোগে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে কবি ও লেখক দেবাশিস ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং খেলাঘর সংগঠক পরেশ দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, সীতাকু- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন, সীতাকু- সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের, সীতাকু- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, খেলাঘর সংগঠক মোরশেদুল আলম চৌধুরী, সীতাকু- প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক ভট্টচার্য, মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুদদার, সীতাকু- সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সংগঠক মুন্নি সেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *