সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / সীতাকুণ্ডে শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

IMG_20171101_193223
নাছির উদ্দীন শিবলু,সীতাকুণ্ড টাইমসঃ
কত শিক্ষা অফিসার এল-গেল,শিক্ষার মান উন্নয়নে কত কিছুই না হল, কিন্তুু শিক্ষা অফিসার পাওয়া বড় দায় এমন সব গুনঞ্জনে মুখরীত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিসে। কেন, কাকে নিয়ে কেন এতো সব আলোচনায় সরগরম সব মহলে। আর কেউ নন, তিনি হলেন সেই ব্যাক্তি শিক্ষার ফেরিওয়ালা নামে খ্যাত সীতাকুণ্ডের সদ্য বিদায়ী প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা ওমর ফারুক। তারুন্যের উপর ভর করে শিক্ষার মান উন্নয়নে ঘোড়ার দৌড়ে দৌড়ে ধীরে ধীরে লাভ করেন শিক্ষার ফেরিওয়ালা উপাধী। ঝরে পড়াদের ফেরানো, অমনোযুগী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী করতে রাত-দিন রেখে ছিলেন একনিষ্ট ভূমিকা। তাইতো সফল কাজ করে গত তিন বছরে দখল করেন প্রিয় কর্মকতা স্থার্ন। যখন যা করার দরকার তখনি করে ছিলেন তা। প্রশাসনিক কর্মকর্তার খোলস শরীর থেকে ঝেড়ে ফেলে উপরস্থ ও অধীনস্তদের সাথে করেছেন বন্ধু সুলভ আচরণ। যে কারণে বিদায় লগ্নকে সকলের মনকে নাড়া দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের বিদায়ী অনুষ্ঠানে এমনি অনুভূতি প্রকাশ পেয়েছে। শিক্ষক সংগঠন আয়োজিত বিদায় অনুষ্ঠানে সিনিয়র সহকারী শিক্ষক ইকবাল হোসেন বলেন,‘ ওমর ফারুক একজন শুধু কর্মকর্তা নন,তিনি হলেন নতুন শিক্ষা প্রসারের একজন দক্ষ কারিগর। তাঁর হাতের ছোয়ায় বহু প্রতিষ্ঠান ফিরে পেয়েছে নতুন প্রাণ। শিক্ষাকে নতুন রুপ দিতে ঘুরেছেন গ্রামের প্রত্যান্ত অঞ্চলে। প্রতিটি গ্রামে বিচরণ করে হয়ে উঠে ছিলেন শিক্ষার ফেরীওয়ালা।’ সর্বশেষ বিদায়ী কর্মকর্তাকে বিদায় জানাতে অনাড়ম্বার অনুষ্ঠান মালার আয়োজন করেন উপজেলা অফির্সাস ক্লাব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া, সহকারী কমিশনার ভূমি কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা সুশান্ত সাহা, নির্বাচন কর্মকর্তা পরানটু চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইফতেখার হাসান প্রমূখ। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তাকে হাস্যজ্জলভাবে বিদায় জানান অফির্সাস ক্লাবের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *