সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে ৯ জুন চাটগাঁর বাণী’র গোলটেবিল বৈঠক ও ইফতার

সীতাকুণ্ডে ৯ জুন চাটগাঁর বাণী’র গোলটেবিল বৈঠক ও ইফতার

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
“মহাসড়কে কান্না আর না আর না”, “জনবান্ধব মহাসড়ক চাই সীতাকুণ্ড থেকে মীরসরাই”, “নির্বিঘ্ন চাই রাস্তাঘাট সিটিগেট থেকে বারইয়াহাট”, “ নিরাপদ ও ঝুঁকিমুক্ত জনপথ চাই”- এ চার শ্লোগানকে সামনে রেখে আগামী ৯জুন বেলা ৩টায় সাপ্তাহিক চাটগাঁর বাণী’র গোলটেবিল বৈঠক। সীতাকুণ্ড জেলা পরিষদ মিলনায়তনে (পৌরসভা কার্যালয়ের বিপরীতে) ‘মহাসড়কে মহাদুর্ভোগ-বিষয়ক গোলটেবিল বৈঠক ও ইফতার’ এর আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী’র সভাপতিত্বে ও চাটগাঁর বাণী’র প্রধান-সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠেয় এ গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে অংশ নেবেন চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির, পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, বিআরটিএ’র উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহা. শহীদুল্লাহ্ কায়সার, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো.রবিউল হোসেন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড সার্কেলের এডিশনাল এসপি শম্পা রাণী সাহা, চট্টগ্রাম হাইওয়ে সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ ফরহাদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দিদারুল কবির দিদার, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এমডি মো. মহিউদ্দিন চৌধুরী, মিডল্যান্ড ব্যাংকের পরিচালক মাস্টার আবুল কাশেম, সাই এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল চৌধুরী, ইপসা’র প্রধাননির্বাহী মো. আরিফুর রহমান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোচীফ সাংবাদিক মুস্তফা নঈম, দৈনিক পূর্বদেশ এর সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক পণ্যপরিবহন মালিক এসোসিয়েশনের মহাসচিব মো.আবু মুজাফ্ফর, চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুল আক্তার, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, সীতাকুণ্ড উপজেলা সিপিবি’র সভাপতি এডভোকেট জহীর উদ্দিন মাহমুদ, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি’র সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমেদ ও চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান শফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *