সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড কুমিরায় লায়ন্স ক্লাব চিটাগাং সীতাকুণ্ড এর ১১শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান

সীতাকুণ্ড কুমিরায় লায়ন্স ক্লাব চিটাগাং সীতাকুণ্ড এর ১১শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
লায়ন্স ক্লাবের চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করে লায়ন্স ডিস্ট্রিক ৩১৫বি-৪ এর ফাস্ট ভাইস গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন, মানুষ বিধাতার প্রিয় ও অপূর্ব এক সৃষ্টি। এই মানুষের জন্য কিছু করলে সৃষ্টিকর্তাও খুশি হন । আমরা শুধু মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে খুশী করতেও লায়নিজমের পতাকা উড়াই, লায়নিজম করি।
তিনি আজ শুক্রবার (১৬ নভেম্বর) সীতাণ্ড কুমিরা এস.এ চৌধুরী ইনস্টিটিউট প্রাঙ্গনে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশানাল, জেলা ৩১৫বি-৪,বাংলাদেশ এর অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকু-, লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী এবং লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন এর উদ্যোগে পরিচালিত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে একথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকু-ের প্রেসিডেন্ট লায়ন নূরুল আবছার চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি-৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মির্জা আকবর আলি চৌধুরী এমজেএফ, জিএ লিডার লায়ন শওকত ইসলাম, সীতাকু- ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন মো গিয়াস উদ্দিন, মেট্রোপলিটন ক্লাব প্রেসিডেন্ট লায়ন হাসান আকবর, লিবার্টি ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাজী আলী আকবর জাসেদ, সীতাকু- ক্লাব সেক্রেটারি লায়ন আলহাজ্ব মোহাম্মদ বেলাল হোসেন, ক্লাব মেম্বারশিপ চেয়ারম্যান লায়ন নাছির উদ্দিন মানিক, সীতাকু- ক্লাবের জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক লায়ন আবুল হাসনাত,লায়ন ইঞ্জিনিয়র কামরুদ্দোজা, লায়ন কামাল উদ্দিন ভুঁইয়া, লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, লায়ন নুরুজ্জামান, লায়ন অধ্যাপক রঞ্জিত সাহা,লায়ন হেলেনা ইয়াছমিন, শারমিন আবছার মুক্তা, লায়ন জিয়াউদ্দিন বাবলু, লিও জোন ডিরেক্টর লিও আরাফাত ইলাহী, লিও সীতাকু- প্রেসিডেন্ট লিও সীতাকু- লিও সেক্রেটারি জামিল আল ফয়সাল, ভাইস প্রেসিডেন্ট লিও নুর খান লিও নাজিমুজ্জামান লিও নুরখান লিও ইসতিয়াক, লিও জিয়াউল হক আরিফ, লিও ই এম বাসার, লিও সালাউদ্দিন রুবেল, লিও আরিফ উদ্দিন হেলাল লিও ইসহাক লিও আইনুল করিম ফিরোজ।
চিকিৎসা সেবায় আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং সভাপতি এবং টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মোঃ মুসলিম। শিক্ষাবিদ খোরশেদ আলম,সীতাকু- অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,আজাদী প্রতিনিধি লিটন চৌধুরী,সি প্লাস প্রতিনিধি কামরুল ইসলাম দুলু,চ্যানেল এস প্রতিনিধি বাবলা মিয়া।
লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকু-সহ তিনটি ক্লাবের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ৩১৫ জনের চক্ষু পরীক্ষা, ৪০০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও ৪০০ জনের ব্লাডগ্রুপিং সম্পন্ন হয়। এতে ৪০ জন চক্ষু রোগীকে অপারেশন এর জন্য নির্বাচিত করা হয়। আগামী মাসে তাদের অপারেশন করা হবে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন লিও ক্লাব অব চিটাগং সীতাকুন্ড, লিও ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন এবং লিও ক্লাব অব চিটাগং অগ্রণী। সীতাকুন্ডের কুমিরা মছজিদ্দা গ্রামে পরিচালিত এই ক্যাম্প স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *