সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / সীতাকুণ্ড বড়দারোগারহাট বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

সীতাকুণ্ড বড়দারোগারহাট বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

received_1481622065236351সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
সীতাকুণ্ড বড়দারোগারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের ভুবন মিষ্টান্ন ভান্ডারের কারখানা বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাৎক্ষনিক আগুন নিভাতে চেষ্টা করে। আগুন লাগার ২০মিনিট পর ঘটনাস্থলে সীতাকু- ফায়ার সার্ভিসের কর্মীরা আসে আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগেই রহমান রাইচ মিল, খোরশেদ আলমের মাছের আড়ৎ, আবু তাহেরের মাছের আড়ৎ, জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ভাই ভাই বেকারী, তাহেরের হলুদ মরিচের গুরা দোকান, গোডাউন এবং তিনটি সেমিপাকা ঘর পুড়ে যায়।
বড় দারগাহাট বাজার কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, সন্ধে ৬টার পর ভূবন মিষ্টান্ন ভান্ডারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে বড় দারোগাহাটের কয়েকজন ব্যবসায়ীর দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের সীতাকু- স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে আমরা তড়িৎ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। আগুনে ৬টি দোকান সম্পূর্ণ এবং ২টি দোকান আংশিক পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *