সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড মাদামবিবিরহাটে বিরল প্রজাতির পেঁচাটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর

সীতাকুণ্ড মাদামবিবিরহাটে বিরল প্রজাতির পেঁচাটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড মাদামবিবিরহাটে বিরল প্রজাতির পেঁচাটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। ভাটিয়ারী থেকে মামুনু রশীদ জানায় গতকাল বিরল প্রজাতের যে পেঁচাটি ধরা পড়েছিল সেটিকে একনজর দেখতে শতশত মানু ভীড় করছিল। আজ বিকালে পেঁচাটিকে মামুন চট্টগ্রাম চিড়িয়েখানা কর্তৃপক্ষকে পৌঁছে দিয়েছে বলে নিশ্চিত করেছে। তিনি আটও জানান এখন থেকে বিরল এই পেঁচাটি নিরাপদে থাকবে এবং সকলেই এটি একনজরে দেখতে পারবে।

উল্লেলেখ্য গতকাল বিরল প্রজাতির একটি পেঁচা ধরা পড়েছিল। উপজেলার মাদামবিবিরহাট এলাকায় কবির ষ্টীল মিলস সংলগ্ন ফয়জুন অক্সিজেন প্লান্টের বিল্ডিং এর তৃতীয় তলায় দেখা মিলে বিরল প্রজাতির এই পেঁচা।

স্থাথানীয়রা জানান পেঁচাটি প্রতিদিন উক্ত বিল্ডিং এ এসে আশ্রয় নেয়। কিন্তু অনেকে সেটা ধরতে গিয়ে ব্যর্থ হয়। সোমবার (১১ ডিসেম্বর) সকালে কৌশলে মিলের এক কর্মচারী পেঁচাটি ধরতে সক্ষম হয়।
ব্যাতিক্রম পেঁচাটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। মিলের ব্যবস্হাপক বোরহান উদ্দিন জানালেন পেঁচাটি নিরাপদে রেখে আজ চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *