সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সীতাকুন্ডে অপহরনের ৪ মাসেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র সাগর

সীতাকুন্ডে অপহরনের ৪ মাসেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র সাগর

Sagorকামরুল ইসলাম দুলু, ১এপ্রিল (সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ড উপজেলার মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র আব্দুল মোতালেব সাগর অপহরনের ৪ মাস অতিবাহিত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
সরে জমিনে অনুসন্ধানে জানা যায়, ভাটিয়ারী এলাকার পূর্ব হাসনাবাদ গ্রামের মোহাম্মদ আকবরের পুত্র আব্দুল মোতলেব সাগর গত ২৫শে নভেম্বর তারিখে বার্ষিক পরিক্ষা শেষে বাড়ী ফিরে। বিকালে সংগী সাথীদের সাথে সে রেল ষ্টেশন এলাকায় খেলতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার বাবা সীতাকুন্ড থানায় ১টি নিখোঁজ ডায়রী করে। ডায়রী নং-১০৭২ তারিখ ২৫/১১/২০১৩ ইং। রাতে জনৈক অজ্ঞাত ব্যক্তি মামলার ১নং আসামী হোসাইন মোবাইলে সাগরের মায়ের কাছে বিশ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। অন্যথায় সাগরকে মেরে ফেলা হবে বলে জানিয়ে দেয়। এরপর হতে আসামীর মোবাইল বন্ধ করে রাখে। ৩রা ডিসেম্বর পুনরায় মোবাইল করে ১ লক্ষ টাকা নিয়ে চট্টগ্রাম শহরে মুরাদপুরে আসার জন্য অভিভাবককে বলে। সাগরের মা-বাবা বিষয়টি পুলিশকে জানালে পুলিশের পরামর্শ মোতাবেক পুলিশসহ টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে যায়। এসময় অপহরণকরীরা কৌশলে সাগরের মা-বাবা থেকে টাকা কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে সাগরের আত্মীয় জনৈকা রাশেদা নিজের পরিচয় গোপন করে মূল অপহরণকারী হোসাইনের সাথে মোবাইলে প্রেমের অভিনয় করে সম্পর্ক গড়ে ১মাস কথা বলার পর ভাটিয়ারী ছোঁয়াখালী ঘাটে আসা অপহরনকারী হোসাইন অপহরণকারী হোসাইন, পিতা- মৃত মজিদ আহম্মদ, রুমহা বাজার, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার ও তার সঙ্গে থাকা সিএনজি ড্রাইভার হারুন, পিতা- মৃত আবুল কালাম, দুর্গাপুর, থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লাকে ধরে পুলিশে সোপর্দ করে। সে অপহরনের সহযোগী হিসাবে ভাটিয়ারী এলাকার নাছিরের ছেলে রাজু, দুলালের ছেলে নাজমুল জড়িত থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ রাজুসহ মোট ৩ জনকে গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮/৩০ ধারায় মামলা নং- ৬(২)১৪ দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনিছ আল মাহমুদ আসামীদের রিমান্ডে নিয়েও কোন তথ্য বের করতে সক্ষম হয়নি। পরবর্তীতে মামলাটি তদন্ত করছেন এস আই মোজাম্মেল। তিনি বাদী পক্ষের সহযোগীতায় নাজমুলের পিতাকে গ্রেফতার করলেও এযাবত সাগরের কোন তথ্য উদঘাটন করতে পারেনি। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই মোজাম্মেল জানায় মামলার অগ্রগতি হচ্ছে। এদিকে অপহৃত সাগর উদ্ধার না হওয়ায় তার মা বর্তমানে শয্যাসায়ী। সাগরের স্কুল সহপাঠিরা সাগরকে উদ্ধার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *