সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / সীতাকুন্ডে গ্রামীন রাস্তা গুলোর বেহাল দশা :: রাস্তায় ধানগাছ রোপন করে জনতার প্রতিবাদ

সীতাকুন্ডে গ্রামীন রাস্তা গুলোর বেহাল দশা :: রাস্তায় ধানগাছ রোপন করে জনতার প্রতিবাদ

rice road picনিজস্ব প্রতিবেদক,৬ সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে গ্রামীন রাস্তাগুলোর বেহাল দশা। সীতাকুন্ড টেরিয়াইল বহরপুর সড়কটি চলাচলের অযোগ্য হলেও কর্তৃপক্ষের এখনো টনক নড়ছে না। স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হলেও রাস্তার কোন পরিবর্তন হচ্ছেনা। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে রাস্তাটি ডুবে যায়। ফলে মহানগর বহরপুরের হাজার হাজার গ্রামবাসী গ্রামের মধ্যে আটকে থাকে। বিশেষ করে চাকুরীজীবী ও ছাত্র-ছাত্রীরা পরেছে বিপাকে। রাস্তাটি দিয়ে অটোরিক্সা রিক্সা সার্ভিস থাকলেও বৃষ্টিতে সব বন্ধ হয়ে যায়। মহানগর ও বহরপুর গ্রামের মানুষ এখন অতিরিক্ত ভাড়া দিয়ে আইয়ুব আলী মার্কেট হয়ে বড়দারোগারহাট বাজার দিয়ে চলাফেরা করতে হচ্ছে। স্থানীয় শামিম জানায় প্রতি বর্ষাতে রাস্তার বেহল দশা । তিনি জানায় বহরপুর মহানগর গ্রামের অনেক লোক এখন সীতাকুন্ডে বাসা ভাড়ায় থাকছে একমাত্র আসা যাওয়ার অসুবিধার কারনে।
এদিকে সরেজমিনে দেখা যায় রাস্তাটির পশ্চিম দিকে একে বারে বেহাল দশা। পায়ে হেটে আসাও মুশকিল। একই ভাবে ছোটদারোগার হাটবাজারের পশ্চিম পাশের রাস্তাটারও অবস্থা বেহাল। এসব গ্রামের মানুষরা বর্ষা মৌসুমে অনেকটা গ্রামে বন্দি হয়ে আছে। কেদারখীল মিরেরহাট,শিবপুর,ইদিলপুরসহ অনেক রাস্তা চলাফেরা অনুপযোগী হয়ে পরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *