সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সীতাকুন্ড মুরাদপুরে দোকান লুটপাট করে অগ্নিসংযোগ ঃ জনতারহাতে ২ যুবলীগ কর্মী আটক

সীতাকুন্ড মুরাদপুরে দোকান লুটপাট করে অগ্নিসংযোগ ঃ জনতারহাতে ২ যুবলীগ কর্মী আটক

pic-3খায়রুল ইসলাম,২৬অক্টোবার (সীতাকুন্ড টাইমস ডটকম)-সীতাকুন্ড মুরাদপুর হাসনাবাদ গ্রামে একটি দোকান লোটতারাজ করার পর পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে মুদির দোকান জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। স্থানীয় সূত্রে জানাযায় গতকাল শুক্রবার রাত ১১টার সময় হাসনাবাদ গ্রামের লম্বাঘরের মাথায় কিছু মুখোশধারী সন্ত্রাসী জাহাঙ্গীর সওদাগরের মুদির দোকনে ভাংচুর করে লুটতারাজ চালিয়ে নগদ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা পেট্রোল দিয়ে দোকানে আগুন দেয়। মুহুর্তেই আগুনে দোনটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় জনগন ঘেরাও করে রাতেই ২ যুবলীগ কর্মীকে ধরে বেঁধে রাখে। দোকানের মালিক জাহাঙ্গীর জানায় লক্ষাধিক টাকা নগদ ও দোকানের ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৭/৮লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জনতার হাতে আটক যুবলীগ কর্মীও নাম ইমন ও নয়ন। তারা আগুন দেওয়ার ঘটনার সত্যতা স্বিকার করেছে এবং ঘটনা সাথে কারা জড়িত তাদের নাম প্রকাশ করেছে। অগ্নিকান্ডের ঘটনায় ফুঁসে উঠেছে জনগন। এদিকে স্থানীয় জামায়াত নেতারা জানায় ১৮দলের কর্মী জাহাঙ্গীর সওদাগরের দোকানে আগুন দিয়েছে আওয়ামীযুবলীগের সন্ত্রাসীরা। আজ বিকালে মুরাদপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ সভা হবে বলে জানিয়েছে ১৮দলের নেতাকর্মীরা। এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সীতাকুন্ড পৌর জামায়াতের সভাপতি তৌহিদুলহক চৌধুরী। তিনি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।
এদিকে ১৮দলের সন্ত্রাস প্রতিরোধ কমিটির সূত্রে জানাযায় গত ২৬/১০/১৩ গভীর রাতে সীতাকুণ্ড, মুরাদপুর, হাসনাবাদের জাহাঙ্গীর সওদাগরের মুদির দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জনতার হাতে ধৃত ১) ইমন (১৮) পিতা- মৃত মাহবুবুল হক, ২) নয়ন (১৯) পিতা- আবুল হোসেন। ধৃতদের স্বীকারোক্তিতে জানা যায়- ১) মাসুম (২২) পিতা- শেখ আহম্মদ । ২) রুবেল (২০) পিতা- মৃত নুরুচ্ছাপা । ৩) রিপন (২৫) পিতা- মৃত নুরুল হুদা, সর্বসাকিন- হাসনাবাদ, মুরাদপুর । জনতার হাতে আটকরা আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছে। সেই সকল তথ্য এবং নাশকতায় জড়িত রাঘব বোয়ালদের খোঁজে এলাকায় ১৮ দলীয় সন্ত্রাস প্রতিরোধ কটিমির নেতৃবৃন্দ সামাজিক তৎপরতা অব্যাহত রেখেছেন। স্বীকারোক্তির ওডিও সংরক্ষণ করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *