সংবাদ শিরোনাম
Home / সাহিত্য / স্মৃতি গুলো মনে রেখ-শুক্কুর চৌধুরী

স্মৃতি গুলো মনে রেখ-শুক্কুর চৌধুরী

সীতাকুণ্ড টাইমস ঃ
স্মৃতি গুলো মনে রেখ – শুক্কুর চৌধুরী

অদ‍্যপান্ত পড়েছি লেখা কাব‍্যকথা তোমার
লিখেছো এন্তার অভিযোগ অনুযোগের পাহাড়,
তোমার দোষে আমি দোষী মানছি সর্বিস্তার
দৃশ‍্যের অন্তরালে আছে অনুচ্চারিত কথা হাজার!
বেঁচে আছি শুধুই বেঁচে থাকার দায়
যেখানে ভালোবাসার আবেগ উচ্ছ্বাস অসহায়,
তোমার চোখের তারায় দেখেছি যে স্বপ্নের ছবি
কারো চোখে আর খুঁজিনা স্বপ্ন হয়েছি বিরহে্র কবি!
তুমি তো জানতে অসহায়ত্ব সীমাবদ্ধতা আমার
পরিবার সংসারের প্রত‍্যাশায় ইচ্ছেগুলো দিয়েছি কবর,
কে কখন ভালোবাসতে চেয়েছে আমায়
রাখিনি হিসাব বলিনি কাউকেই ভালোবাসি তোমায়!
তুমিই ছিলে প্রথম জীবনে সুখের মরুদ‍্যান
তুমিহীন ভালোবাসাহীন চলছে যাযাবর ভ্রমণ,
মেনে নিয়ে মানিয়ে নিয়েই চলছে যেমন
এই যে আপোষ জোড়াতালির যাপিত জীবন
প্রাণহীন বেঁচে থাকার নামান্তর নিত‍্যই সুখের মরণ!
একটা সময় প্রশ্ন এসে দাঁড়ায় সন্মূখে
ভালোবাসা কিম্বা জন্মের দায় কাকে নিব বুকে,
অবশেষে জন্মের দাবী স্নেহের টানে হেরে গেলাম
তোমায় নিয়ে ভালোবাসার স্বপ্নটাকে দিতে হল নিলাম!
তোমার মুখোমুখি দাঁড়াবার হয়নি সাহস
ব‍্যার্থ প্রেমিকদের থাকতে নেই সংবেদনশীল পরশ,
নিয়তির ক্রীড়নক বিরহ্ জ্বালা অহর্ণিশ
বইছি ব‍্যার্থ প্রেমে তোমাকে না পাওয়ার আফসোস!
মানিব্যাগে তোমার ছবি রেখেছি সযত্নে আড়াল
মনে পড়লে লুকিয়ে দেখি লুকাই কষ্টের লোনাজল,
আমার ভালোবাসায় ছিলনা এতটুকু মিথ‍্যের লেশ
সময়ের কাছে হেরে গেছি দুজন নেই অজুহাত নালিশ!
ছিল তারুণ্যের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত মুখরিত দিন
সময়ের ফের জীবনের টানাপোড়েন হয়ে গেল বিলীন,
তোমার আমার কারো দোষ নেই তবু ছিটকে গেলাম
বাস্তবের কাছে হেরে সব অভিযোগ মাথা পেতে নিলাম!
ছেয়েছিলাম তুমি আমি মিলে থাকব সুখে নিরুদ‍্যম
তুমি পারোনি সাহসী হতে আমি পারিনি হতে নির্মম,
সব না জেনে করে গেছ কলংকিত অভিযোগে সিক্ত
তুমি জানলে না কত বেদনা বয়ে কতটা নিঃস্ব রিক্ত!
যেখানেই থাকি যেভাবেই থাকি তুমি আছ হৃদয়ে
তুমিহীন বেঁচে আছি জীবনের দায় বয়ে,
যেখানেই থাক সতত প্রার্থনা তুমি ভালো থেকো
কখনো উদাসী একাকীত্বে স্মৃতি গুলো মনে রেখো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *