সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাঃ সীতাকুণ্ডে বৃক্ষ নিধন অব্যাহত রাখার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর সংবাদ সম্মেলন

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাঃ সীতাকুণ্ডে বৃক্ষ নিধন অব্যাহত রাখার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
সীতাকুণ্ডে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে একটি শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বৃক্ষ নিধন অব্যাহত রাখার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে।
সোমবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সালাহ উদ্দিন।তিনি বলেন,পাওয়ার গ্রিড কোম্পানী বাংলাদেশ(পিজিসিবি) এর উপর ভর করে জিপিএইচ কোম্পানী আমাদের জায়গার উপর স্থিত কয়েক হাজার বিভিন্ন প্রজাতির গাছ জোড়পূর্বক কেটে ফেলে।তারা স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অত্যাধুনিক যন্ত্রপাতি ও ১০০/১৫০ পুলিশের উপস্থিতিতে গাছ গুলো কেটে আমাদের জায়গাটি বিরান ভূমিতে পরিণত করে।তাদের এ অপকর্ম নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।আমরা পিজিসিবি এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে মামলা করলে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও তারা তা মানছে না। জিপিএইচ পিজিসিবি’র উপর ভর করে এখনো গাছ কাটার কার্যক্রম অব্যাহত রেখেছে।তাছাড়া গাছ কাটা এভাবে অব্যাহত থাকলে পরিবেশের মারাত্মক ক্ষতিও হবে।সুতরাং আমরা উর্ধত্বন মহলসহ মাননীয় প্রধানমন্ত্রী,ভূমিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *