BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
সংবাদ শিরোনাম
Home / জাতীয় / এইচএসসি পরীক্ষাঃ চট্টগ্রাম বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা পেছালো

এইচএসসি পরীক্ষাঃ চট্টগ্রাম বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা পেছালো

hsc-edu৩০ এপ্রিল (সীতাকুণ্ড টাইমস ডটকম)- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ তৃতীয়বারের মতো পেছানো হয়েছে। আগামী ৪ মে’র পরিবর্তে ১৭ মে শুক্রবার সকাল ৯টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সিদ্ধান্ত অনুসারে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত সচিব মাহবুব হাসান।

এরআগে ১৩ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন পার্বত্য জেলার ও অন্যান্য এলাকায় বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের বৈসাবি উৎসবের বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওইদিনের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত সচিব মাহবুব হাসান জানান, অনিবার্য কারণ বশত ৪ মের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১৭ মে শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ ও ৩ মে টানা দুইদিন পরীক্ষা রয়েছে। ৪ তারিখের পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে পরীক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *