সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / করোনা সচেতনতায় হ্যান্ড ওয়াশ কর্মসূচি পালন করল সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন

করোনা সচেতনতায় হ্যান্ড ওয়াশ কর্মসূচি পালন করল সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন

এম কে মনির,সীতাকুণ্ড টাইমসঃ
করোনা নিয়ে নয় ভীতি,সচেতনতায় মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে হ্যান্ড ওয়াশ কর্মসূচী পালন করেছে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন।
২৩ মার্চ সোমবার সকাল ১০টায় পৌরসদর সিকিউর সিটির সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।সিকিউর সিটির ও নবী এলপিজির সহযোগীতায় অনুষ্ঠিত কর্মসূচীর উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃনুর উদ্দিন।অনুষ্ঠানে এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসির সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া,রতন মিত্র,এতে আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাবেক সহ সভাপতি খোরশেদ আলম,নবী এলপিজির স্বত্তাধিকারী ও জাতীয় পার্টির সীতাকুণ্ড উপজেলার সাবেক সভাপতি মোঃনুর নবী,শিক্ষক সমিতির সভাপতি হাবিব উল্লাহ,সাধারণ সম্পাদক আবু বকর,সিকিউর সিকিউর সিটির ভাইস প্রেসিডেন্ট আকতার হোসেন,সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার প্রধান সম্পাদক খাইরুল ইসলাম,সম্পাদক প্রকাশক সুলাইমান মেহেদী হাসান।কর্মসূচীতে নিরলসভাবে হাত ধোয়া প্রক্রিয়া সম্পাদন করেন সাংবাদিক নাছির উদ্দিন শিবলু,দেশ বার্তা প্রতিনিধি মুসলেহ উদ্দিন,সাপ্তাহিক সীতাকুণ্ডের রিপোর্টার এম কে মনির,এসোসিয়েশন এর সদস্য মহরম আলী সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় পার্টির পৌরসভার সাধারণ সম্পাদক শওকত আলী,৮ নং রুটের লাইনম্যান আলমগীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন মহামারী করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে।আমাদেরকে এখনোই সচেতন হতে হবে।সচেতনতা ছাড়া আমাদের বাঁচার কোন পথ নেই।সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন মানুষকে হাত ধোয়ানোর যে কর্মসূচী পালন করছে আমরা সেটাকে সাধুবাদ জানাই।সীতাকুণ্ডের এই সাংবাদিক সংগঠনটি অতিতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী কাজ করে আসছে।সীতাকুণ্ডের মানুষের উপকারে অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সবসময় পাশে থাকবে।আমরা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
দিনব্যাপী কর্মসূচীতে সীতাকুণ্ডের ১ হাজারেরও বেশি মানুষকে হাত ধোয়ানো হয়।এর আগে সকালে সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
সতর্কতা কর্মসূচীতে দিনভর মাইকিং করে বিভিন্ন সচেতনতামূলক বাণী প্রচার করা হয়।
অনুষ্ঠানে মানুষকে টিস্যু ও হান্ডস্যানিটাইজার দিয়ে পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *