সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ বোন ইভা ও ইরা

ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ বোন ইভা ও ইরা

কামরুল উদ্দীন,সীতাকুণ্ড টাইমসঃ

২০২০ সালে এসএসসি পরীক্ষায় ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় থেকে কারিগরিসহ মোট জিপিএ-৫ পেয়েছে চারজন তার মধ্যে ব্যবসা শিক্ষা বিভাগ হতে জিপিএ-৫ পেয়েছে ইফফাত আরা আবছার ইভা ও ইফরিত আরা আবছার ইরা।
তারা দুইজনেই জমজ বোন। ফৌজদারহাট জলিল স্টেশন মুহাম্মদ আবছার ও রিতু আকতারের মেয়ে। তাদের পিতা একজন ব্যবসায়ী। তারা দুইজন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোস্তাকিম এর ভাগিনী।
মোস্তাকিম জানান, ভাগিনী দুইজনেই
শৈশবকাল থেকে খুব মেধাবী। বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় গৌরব অর্জন করত। তিনি শিক্ষকমণ্ডলীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তাদের দুইজনের পড়ালেখা দেখে সকল শিক্ষক মুগ্ধ হতেন। তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল এই দোয়া করি।
এবার বিদ্যালয়ের পাশের হার শতকরা সাধারণ
৮৮.৩৫, কারিগরি ৯১.৯২
জিপিএ-৫ পেয়েছে মোট ৪ জন। কৃতকার্য হয়েছে মোট ২৮২ জন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ কায়সারুল আলম জিপিএ ৫প্রাপ্ত জমজ দুিবেনসহ সকলকে স্কুল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *