বিশেষ প্রতিবেদক,সীতাকুণ্ড টাইমস ঃ
সীতাকুন্ডের গর্ব উদীয়মান অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া এবার আসছেন মূল চরিত্রে অর্থ্যাৎ হিরো হয়ে।
চ্যানেল আইয়ের সুপার হিরোয়িন ও চিত্রনায়িকা সম্পা হাসনাঈন এর বিপরীতে হিরো হিসেবে অভিনয় করলেন ধীরে ধীরে ভীষন জনপ্রিয় হয়ে উঠা অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া।
তরুন ঊদীয়মান পরিচালক জুয়েল বাপ্পীর পরিচালনায় বড় বেশি ভালবাসি নামক স্বল্পদৈর্ঘ্যের একটি নাটকে মূল চরিত্রে কাজ করলেন।সাজ্জাদ ভূঁইয়া ও শম্পা হাসনাঈন ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন মায়ের চরিত্র অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী রেবেকা রউফ,
আছেন সিনিয়র ও আরেক জনপ্রিয় অভিনেতা বিএম আজাদ প্রমুখ।আলাপকালে সাজ্জাদ,ভূঁইয়া বলেন–স্বনামধন্য পরিচালক জুয়েল বাপ্পী ভাই মূল চরিত্রে অভিনয়ে প্রস্তাব দিলে সাদরে তিনি তা গ্রহন করেন।
অন্যদিকে ডিরেক্টর জুয়েল বাপ্পী বলেন অভিনেতা সাজ্জাদ ভূঁইয়ার বিভিন চ্যানেলে অভিনয়ের কাজগুলি দেখে তাকে মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিই।তিনি আরও বলেন-অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া-মূল চরিত্র মানে হিরোর চরিত্রে প্রথমবারের মতো করলেও ঊনার অভিনয়ের পারদর্শিতা দেখে বুঝা যায়নি যে –প্রথমবারের মতো হিরো হিসেবে কাজ করছেন–অসাধরন অভিনয় করেছেন।ভবিষ্যতে তাকে নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে।
অতি শীঘ্রই জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্যর এই নাটিকাটি রিলিজ দেওয়া হবে