সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির মিলন মেলায় প্রাণের উচ্ছাসে মেতেছিল শিক্ষকরা

সীতাকুণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির মিলন মেলায় প্রাণের উচ্ছাসে মেতেছিল শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড টাইমসঃ

নতুন বছরকে ঘিরে প্রাণের উচ্ছাসে মেতে উঠেছিল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। কোনো প্রকার ব্যাতয় না ঘটিয়ে মিলন মেলায় নাচে-গানে মেতে উঠে শিক্ষকরা।

উপজেলা ১০২ টি স্কুলের শিক্ষকদের সমন্বয়ে ইকোপার্কে মিলন মেলার আয়োজন করে সীতাকুন্ড উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির। হৈ-চৈ , আড্ডায়- আর আলোচনা সভায় কাটে পুরোদিন। এ সময় আয়োজনের সাথে একত্বতা পোষন করেন বিভিন্ন মিড়িয়া ব্যাক্তিসহ প্রশাসনের লোকজন।

সকাল ১১টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় আনন্দঘন প্রতিমুহুর্ত। উক্ত অনুষ্ঠান প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রেসক্লাব ও অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ ।

দিনভর নাচ-গানে মেতে উঠা শিক্ষকরা বলেন,‘ এই মিলন মেলার মাধ্যমে এক ছাতার নীচে এসে দাঁড়ায় শিক্ষকরা। এখানে নানা আলাপ আলোচনার মধ্য দিয়ে খোঁজ-খবর নেন একে-অপরের। একজনেরে প্রতি অন্যজনের ভালবাসার অন্যতম পন্থা আজকের মিলন মেলা।

দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে মিলন মেলা। পুরো বছরের শত পরিশ্রমের ভূলিয়ে দিতে মিলন মেলার আয়োজন করেন শিক্ষক সমিতি। এ ধরনের শিক্ষদের মিলন মেলা ভিন্ন ধর্মী আয়োজন বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।
সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি বলেন,‘ সকল শিক্ষকদের একত্রিক কর মিলন মেলার আয়োজনটা দেশের অন্যতম উদাহারন। স্থানীয় পর্যায়ে গন্য-মান্য ব্যাক্তিদের নিয়ে আনন্দঘন আয়োজন বাংলাদেশে প্রথম বলে মনে করছি।

শত চেষ্টা ও পরিশ্রমে মেলাকে সবার মাঝে ফুটিয়ে তুলতে পারাটাই স্বার্থকতা বলছেন মেলার আয়োজকদের অন্যতম কর্ণধার সুরাইয়া বাকের। তিনি বলেন, শিক্ষকদের অধ্যম প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই শিক্ষকদের সকল ক্লান্তি ভূলিয়ে দিতে চিত্য-বিনোদনকে ঘিরে মেলার আয়োজন। প্রায় ৭’শ লোকের সমন্বয়ে আয়োজিত হয়েছে মিলন মেলা। আজকের আয়োজনের সকল কৃতিত্ব শিক্ষক সমিতির সকল নেতাদের। সব মিলিয়ে শেষ ভাল যার সব ভাল তার, বলে আয়োজনের অংশগ্রহনকারী সকলের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *