সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / অপহরনের ৩দিন পর এনজিও কর্মকর্তা সীতাকুন্ডে উদ্ধার

অপহরনের ৩দিন পর এনজিও কর্মকর্তা সীতাকুন্ডে উদ্ধার

tiemsআব্দুল্লাহ আল ফারুক, ৩০ এপ্রিল (সীতাকুন্ড টাইমস ডটকম)
চট্টগ্রামের বহদ্দারহাট থেকে অপহরনের ৩দিন পর এক এনজিও কর্মকর্তাকে সীতাকুন্ড ইকোপার্ক এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। অপহৃত মোঃ সাগর(৩৪) বরিশাল জেলার বাগেরগঞ্জ থানার শ্যামপুর ইউনিয়নের দাউঘাট গ্রামের মৃত মোতাহের আলী খানের পুত্র। সে চন্দনাইশ থানার ‘উদ্দীপনা’ এনজিওর ব্যাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত।
অপহৃত সাগর জানান, গত ২৭ এপ্রিল চন্দনাইশ থেকে নগরীর বহদ্দারহাটস্থ বিভাগীয় অফিসে আসার সময় ১নং সড়ক বি-ব্লক এলাকায় একটি কালো মাইক্রো থেকে কয়েকজন লোক নেমে তাকে জোরপূর্বক গাড়ীতে তুলে নেয়। পরে গাড়ীতে তারা তার চোখ মুখ বেধে ফেলে। এরপর থেকে তিনি আর কিছু বলতে পারেননি। অপহৃতের ভাই ইকবাল জানান, সাগরের কোন খোজ খবর না পাওয়া তারা চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সীতাকুন্ড থানার এসআই মিজান জানান, ২৭ এপ্রিল দুপুর দুটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইকোপার্ক থেকে তাকে উদ্ধার করা হয়। তবে অপহরনকারীরা পলিয়ে যায়। চন্দনাইশ থানা পুলিশ উদ্ধারকৃত এনজিও কর্মী মোঃ সাগরকে গতকাল সন্ধ্যা ৭টায় সীতাকুন্ড থানা থেকে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *