সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / ইয়াবা গিলেও রক্ষা হলনা ২শিশুরঃ বারআউলিয়ার পুলিশ পেট থেকে বের করল ২হাজার ইয়াবা

ইয়াবা গিলেও রক্ষা হলনা ২শিশুরঃ বারআউলিয়ার পুলিশ পেট থেকে বের করল ২হাজার ইয়াবা

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডে দুই শিশুর পেট থেকে বের করা হলো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। কক্সবাজার থেকে পেটের ভিতর দুই শিশু ইয়াবাগুলো বহন করে মুন্সিগঞ্জের মাওয়াতে যাওয়ার পথে গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে পুলিশ ঢাকামূখী বলেশ্বর পরিবহণ বাসে তল্লাসী চালিয়ে তাদের আটক করে। জানা যায়, আজ বৃহস্পতিবার (১৭ মে) সকাল আটটার সময় বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মাইদুল ইসলাম নেতৃত্বে পুলিশ উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার ঘোড়ামরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বলেশ্বর পরিবহন (ব ১১-৫৬৪৭) তল্লাসী চালায়। আটককৃত দুই কিশোর হলো নুরুল আমিন (১৭) পিতা মোঃ অলি আহম্মদ, সাং নাইট্টম পাড়া। রায়হান মিয়া (১৬) পিতা মৃত ইদ্রিস মিয়া, সাং হাবিছ ছড়া। থানা টেকনাফ, কক্সবাজার। উদ্ধারকৃত দুইহাজার ইয়াবার মূল্য ৬ লক্ষ টাকা। বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ঢাকামূখী একটি বাসে তল্লাসী চালিয়ে দুই জনকে আটক করে জিঞ্জাসাবাদে তারা স্বীকার কর তাদের পেটে ইয়াবা আছে। বিশেষ পদ্ধতিতে ঔষধের মাধ্যমে দুইজনের পেট থেকে পলিথিনে মোড়ানো এক হাজার করে দুই হাজার পিস ট্যাবলেট বের করা হয়। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *